আজকাল ওয়েব ডেস্ক: সঠিক পোশাক বাছাই করার পাশাপাশি সঠিক আকারের অন্তর্বাস বেছে নেওয়াই মেয়েদের অভ্যাস। উদ্দেশ্য একটাই, স্তন যুগলকে সঠিক আকারের রাখা এবং আরামের অনুভূতি।স্তনের সৌন্দর্য ফুটিয়ে তুলতে অন্তর্বাসের দিকে বাড়তি নজর দেন প্রায় প্রত্যেকেই।
কিন্তু ব্রা কেনার সময় আমরা সব বিষয়ে ওয়াকিবহাল থাকি কি?সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়।আসলে বেশিরভাগ মহিলাই সঠিক অন্তর্বাস পরেন না বলে, নানা সমস্যার মুখোমুখি তাঁদের হতে হয়।কারও বয়সের আগেই স্তনের আকার ও গঠনগত সমস্যাও হয়।কারণ, তাঁরা সঠিক মাপের ব্রা পরেন না।সঠিক মাপের ব্রা না পরলে বা তুলনামূলক ছোট সাইজের ব্রা পরলে তার প্রভাব পড়তে পারে আপনার ব্রেস্টে।
অনলাইন হোক বা দোকানে গিয়ে, ব্রা কেনার আগে আপনাকে নিজের ব্রেস্টের সঠিক মাপ জেনে নিতে হবে। জামাকাপড়ের মাপ নেওয়ার ফিতে দিয়ে আপনার আন্ডারবাস্ট অর্থাৎ বুকের নিচের অংশের মাপ নিন। নোট করে রাখুন।এরপর ওভারবাস্ট অর্থাৎ বুকের উপর দিয়ে মাপ নিন।
আপনার আন্ডারবাস্টের যে সাইজ আপনি পেয়েছেন, সেটাই আপনার আপনার স্ট্র্যাপ সাইজ।অর্থাৎ, আপনার ৩২, ৩৪ কিংবা কোন সাইজের ব্রা লাগবে তা আপনি এভাবেই বুঝবেন।
ওভারবাস্টের মাপ আপনার কাপ সাইজ।অর্থাৎ আপনার কাপ সাইজ হবে বি.ডি বা ই। যেরকম মাপ সেরকমই হবে।যেমন, আপনার আন্ডারবাস্ট যদি ৩২ হয়, তবে ৩২ সাইজের ব্রায়ের সঠিক কাপ আপনাকে বেছে নিতে হবে।
বিভিন্ন ব্র্যান্ড নানা ধরনের পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে আলাদা ধরনের ব্রা তৈরি করছে।যেমন টি-শার্ট ব্রা, ব্লাউজ ব্রা, সালোয়ার কামিজ ব্রা আরও অনেক কিছু।তবে আপনি যে ধরনের ব্রা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটাই পরুন।
টি-শার্ট বা সুতির কুর্তা পরলে অবশ্য়ই টি-শার্ট ব্রা পরবেন। এই ধরনের ব্রা একটু মোটা হয়।আপনার পোশাকের সঙ্গে একদম উপযুক্ত এটি। যাঁদের স্তন ভারী তারা ফুল কভারেজ ব্রা পরুন। নানা ধরনের ফ্যান্সি ব্রা পাওয়া গেলেও আপনার কম্ফোর্টের দিকে সবার প্রথমে খেয়াল রাখুন। দামী ব্র্যান্ডের ব্রা পরলেই যে সবদিক থেকে উপযুক্ত হবে তার কিন্তু ভুল ধারণা।প্লাঙ্গিং ব্রা, পুশ আপ ব্রা, স্ট্র্যাপলেস ব্রাও আছে যা আপনার স্তনের যত্নের কথা মাথায় রেখে তৈরি করা হয়।
কোন ধরণের ব্রা পরলে আপনার ত্বকে অ্যালার্জি হতে পারে সেই বিষয় খেয়াল রাখবেন।সুতি ও এলাস্টেনের মিশ্রিত ফ্যাব্রিক বেছে নিতে পারেন।যদি কোনও ব্র্যান্ডের ব্রা পরে আপনার সবথেকে বেশি কম্ফোর্টেবল লাগে, তাহলে তার থেকে ব্রা নিন। খুব আঁটোসাঁটো বা একেবারে আলগা, কোনটাই পরবেন না।
অন্তর্বাস পরার পর স্ট্র্যাপগুলি যেন ঠিক ভাবে কাঁধের উপর বসে, সে দিকে খেয়াল রাখা জরুরি।স্ট্র্যাপ যেন ঢিলে না হয়, সে কথাও মনে রাখুন।অন্তর্বাস পরার সময়ে খেয়াল রাখুন, কাপগুলি সঠিক জায়গায় বসেছে কি না।অনেক সময়ে বিভিন্ন কারণে বিপরীতমুখী হয়ে যায়।তাই পোশাক পরার পর ভাল করে দেখে নিন।