নিজস্ব সংবাদদাতা: ফ্যাশন দুনিয়ায় 'কলকাতানামা' হল নতুন ঠিকানা। প্রখ্যাত ডিজাইনার শান্তনু গুহ ঠাকুরতার শৈল্পিক সৃষ্টির নবতম সংযোজন এই ব্র্যান্ডটি। কলকাতাবাসীদের ফ্যাশনে জুড়ছে নতুন সংযোজন। সম্প্রতি হয়ে গেল 'কলকাতানামা'র বাংলা ক্যালেন্ডার উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, ড: সোহিনী শাস্ত্রী এবং এই ব্র্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা শান্তনু গুহ ঠাকুরতা।

আজকাল ডট ইন-কে 'কলকাতানামা' নিয়ে তিনি বলেন, কলকাতা আর নস্টালজিয়ার গল্প নিয়ে কাজ করা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নই কলকাতা সহ বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়াই উদ্যোগ। প্রায় এক বছর হল এই ব্র্যান্ড নিয়ে ভাবনা চলছে। কলকাতার ছোট ছোট বিশেষ দিকগুলো ফুটে আসবে এখানকার পোশাক থেকে শুরু করে বিভিন্ন সাজ সরঞ্জামের মধ্যেও। বাঙালিয়ানার বিশেষ ছোঁয়া থাকছে এতে। ভবিষ্যতে কলকাতা যে সকল ধর্মের সমন্বয়, সেই ভাবনার উপরেও কাজ থাকবে বলে জানাচ্ছেন শান্তনু গুহ ঠাকুরতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, তিনি এই ব্র্যান্ড নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। জানান, তাঁর বাবা চলে যাওয়ার বুঝেছেন জীবনে কখনওই কেউ সঙ্গে করে কিছু নিয়ে আসেন না আর নিয়েও যান না, তাই সময় থাকতে নিজের শখ পূরণ করাটা উচিত, আর শখ পূরণ করতে 'কলকাতানামা', 'দ্য বেস্ট'।
এই ব্র্যান্ডের বিশেষত্ব হল, বিভিন্ন পট শিল্পের উপর তাঁদের শিল্পসত্ত্বাকে তুলে ধরেন। সে শাড়ি হোক বা অন্যান্য দ্রব্য। ফ্যাশনের এক অন্য দিক তুলে ধরেছে এই ব্র্যান্ড, জানান ড: সোহিনী শাস্ত্রী।