আজকাল ওয়েবডেস্ক: পোষ্যের প্রাণ বাঁচাতে গিয়ে প্রাণ গেল মহিলার। বহুতলের আটতলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল বছর ছত্রিশের এক মহিলার। সোমবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউ এলাকায় । পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়ি শরৎ বোস রোডে। জানা গিয়েছে মাস দুয়েক ধরে মাকে নিয়ে এই বহুতলে ভাড়া থাকছিলেন ওই মহিলা। তাঁদের অনেকগুলি পোষা বিড়াল ছিল। তাদের মধ্যে একটি বিড়ালকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ সূত্রে খবর , পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে ওই মহিলার। জানা গিয়েছে ওই মহিলার নাম অঞ্জনা। আটতলা থেকে পড়ে যাওয়ার পরে ওই মহিলাকে স্থানীয়রা স্থানীয় হাসপাতালে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।