আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় দেহ উদ্ধার। পর্ণশ্রী থানার অন্তর্গত বেচারাম চট্টোপাধ্যায় রোড এলাকায় এক বৃদ্ধা মহিলাকে নৃশংসভাবে খুন করার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম অনিতা ঘোষ ওরফে বুলা (৬৪)। তিনি ৩৯৬/৯, বেচারাম চট্টোপাধ্যায় রোড, কলকাতা–৬১ এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, তিনি দুরদর্শনের সঙ্গীতশিল্পী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক ৯টা নাগাদ পার্ণশ্রী থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর খবর আসে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, গুরুতর আহত অবস্থায় অনিতা ঘোষকে তাঁর ছেলে আগেই বেহালার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়েছেন। এদিকে, ঘটনার তদন্তে নেমে পুলিশ সন্দেহভাজন হিসেবে সঞ্জু সরকার (৩৪) নামে এক মহিলাকে আটক করে। তিনি পূর্ব বারিশার বাসিন্দা। তাঁকে পর্ণশ্রী থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। অন্যদিকে, থানার একটি দল হাসপাতালে পৌঁছে জানতে পারে যে চিকিৎসকরা অনিতা ঘোষকে ‘ব্রট ডেড’ ঘোষণা করেছেন।
পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সঞ্জু সরকার নিজের দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তার বক্তব্য অনুযায়ী, প্রায় দু' বছর আগে তিনি কয়েকদিনের জন্য অনিতা ঘোষের বাড়িতে আয়া হিসেবে কাজ করেছিল। সোমবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিট নাগাদ তিনি ওই বাড়িতে এসে টাকার দাবি করেন। অনিতা ঘোষ টাকা দিতে অস্বীকার করলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী এবং তাঁর ছেলে বর্তমানে বেহালা এলাকায় আলাদা একটি ফ্ল্যাটে থাকেন। এই সুযোগেই অভিযুক্ত মহিলা বাড়িতে ঢুকে ছুরি দিয়ে অনিতা ঘোষের চিবুক ও পেটের অংশে আঘাত করেন বলে অভিযোগ।
বৃদ্ধা আত্মরক্ষার চেষ্টা করলে, অভিযুক্তের শরীরেও কিছু আঘাত লাগে। হামলার পর অনিতা ঘোষ অচেতন হয়ে পড়েন।
অভিযোগ, এরপর অভিযুক্ত মহিলা বাড়ির আলমারি থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। সেই সময় বাড়ির ভেতর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে অভিযুক্তকে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পার্ণশ্রী থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
