আজকাল ওয়েবডেস্ক: দ্য বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আয়োজন করা হল ডেলফি ডি মোড ফ্যাশন শো 'রানওয়ে ওয়াক'। কলকাতার একটি নামী পাঁচতারা হোটেলে এই অনুষ্ঠানকে উপলক্ষ্য করে ছিল চাঁদের হাট।

 

উপস্থিত ছিলেন বিসিসি অ্যান্ড আইয়ের সভাপতি অর্ণব বসু, প্রাক্তন সভাপতি গৌতম রায় এবং তাঁর স্ত্রী অদিতি রায়। ছিলেন কর্পোরেট গভর্নেন্স কমিটির চেয়ারপার্সন জীতেন্দ্র কুমার, সহকারী চেয়ারপার্সন অভিজিৎ ব্যানার্জি, শিপিং অ্যান্ড লজিস্টিক কমিটির নির্দেশক এস হাজরা, এরিয়া সেলস ম্যানেজার রণজয় বসু প্রমুখ।