আজকাল ওয়েবডেস্ক: রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তরে সামনে এসআইআর সংঘাত চরমে। এসআইআর নিয়ে নালিশ জানাতে গিয়ে 'গো 'ব্যাক' স্লোগান শুনলেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীকে দেখেই মুখর হয়ে ওঠেন 'বিএলও অধিকার রক্ষা কমিটি'র সদস্যরা। পাল্টা সরব হন বিজেপি কর্মীরা। দু'পক্ষই ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। ছড়িয়ে পড়ে উত্তেজনা। হস্তক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রে এলে বিরোধী দলনে সিইও দপ্তরে প্রবেশ করেন। সাক্ষাৎ করেন সিইও-এর সঙ্গে।
'বিএলও অধিকার রক্ষা কমিটি' সিইও দপ্তরের সামনে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছে। ফলে, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় সিইও দপ্তর। বিভিন্ন এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এসবের মধ্যেই সোমবার নির্ধারিত সময়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সিইও দপ্তরের সামনে পৌঁছান।
বিরোধী দলনেতাকে দেখেই ‘গো ব্যাক’ স্লোগান তুলতে থাকেন 'বিএলও অধিকার রক্ষা কমিটি' সদস্যরা। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন। এসবের মধ্যেই কোনওরকমে সিইও দপ্তরের ভিতরে ঢুকে যান শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধিদল।
এরপরই সিইও-এর সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। প্রশ্ন তোলেন সিইও দপ্তরের নিরাপত্তা নিয়ে। বিরোধী দলনেতা বলেছেন, "বর্তমান পরিস্থিতিতে সিইও দপ্তর মোটেই নিরাপদ নয়। নিরাপদ স্থানে সিইও দপ্তর সরানো উচিত। মোতায়েন করা উচিত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।"
সিইও-এর সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক চলাকালীন দপ্তরের বাইরে চলে আসেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ গেরুয়া দলে কর্মীরা। তখনও বিক্ষোভ দেখিয়ে চলেছেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’র সদস্যরা। ফলে পরিস্থিতি ফের ঘোরাল হয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়। তবে পুলিশের সতর্কতায় পরিস্থিতি স্বভাবিকই থাকে।
