আজকাল ওয়েবডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্য মৃত্যু। জানা গিয়েছে, ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনাকে ঘিরে তোলপাড় গোটা বিশ্ববিদ্যালয় চত্বর। এখনও ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে, অধ্যাপকরা রয়েছেন। জানা গিয়েছে, এদিন ড্রামা ক্লাবের একটি অনুষ্ঠান ছিল।  সেই অনু্ষ্ঠানের পরেই এই ঘটনা ঘটে।

সূত্রের খবর, রাত্রি দশটা সাড়ে দশটা নাগাদ যাদবপুর ইউনিভার্সিটির চার নম্বর গেটের সামনে ঝিলপাড়ে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর বাকি ছাত্র-ছাত্রীরা ওই পড়ুয়াকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করার চেষ্টা করে বাঁচানোর চেষ্টা করা হয়। তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতাল নিয়ে যেতে যেতেই তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। 

 

বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।