আজকাল ওয়েবডেস্ক: রেড রোডে কুচকাওয়াজের মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা।
জানা গেছে, শনিবার সকালে সাধারণতন্ত্র দিবসের আগে সেনা মহড়া চলাকালীন একটি বিলাসবহুল গাড়িকে দ্রুত বেগে এগিয়ে আসতে দেখেন পুলিশকর্মীরা। গাড়িটিকে পুলিশরা আটকানোর চেষ্টা করেন। সেই সময় গার্ডরেলে ওই বিলাসবহুল গাড়িটি ধাক্কা মারে। চালক–সহ গাড়িটিকে আটক করেছে ময়দান থানার পুলিশ।
শনিবার সকাল সাতটা নাগাদ ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। কুচকাওয়াজের মহড়া চলাকালীন আচমকাই কালো রঙের একটি অক্টাভিয়া গাড়ি ওই মহড়ার দিকে ধেয়ে আসে। দ্রুত গতিতে রেড রোডের দিক থেকে পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার চেষ্টা করে গাড়িটি। গাড়িটিকে থামানোর চেষ্টা করে পুলিশ। কিন্তু সেই সময়েই গাড়িটির গতি বাড়িয়ে দিয়ে পালানোর চেষ্টা করেন চালক। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের গার্ডরেলে সজোরে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের জেরে গাড়িটির বাঁদিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গাড়িটিতে ৩–৪ জন কমবয়সি ছেলেমেয়ে ছিলেন বলে খবর।
জানা গিয়েছে, দুর্ঘটনার পরই গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়। ময়দান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িচালককে আটক করে থানায় নিয়ে যায়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, বাজেয়াপ্ত হওয়া গাড়িটির বিমা এবং দূষণের শংসাপত্রের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বৈধ নথি ছাড়াই গাড়িটি চালানো হচ্ছিল বলে অভিযোগ। গাড়ির নথিপত্র ছিল না বলেই কি চালক পালানোর চেষ্টা করেন, না কি নেপথ্যে অন্য কোনও কারণ তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১৬ সালে ১৩ জানুয়ারি ঠিক একইরকম ঘটনার সাক্ষী ছিল কলকাতা। ঘটনাস্থল ছিল রেড রোড। সেই সময়েও সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়ার মাঝে খিদিরপুর রোড থেকে প্রচণ্ড গতিতে একের পর এক ব্যারিকেড ভেঙে রেড রোডে ধেয়ে আসে একটি অডি গাড়ি। সেই গাড়ির ধাক্কার মৃত্যু হয়েছিল ভারতীয় বায়ুসেনার এক অফিসারের।
