আজকাল ওয়েবডেস্ক:‌ আগামী বৃহস্পতিবার কালীপুজো। দিওয়ালি ও কালীপুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, কালীপুজোর রাতে ভিড় হয় দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।


প্রসঙ্গত, অন্যান্য দিন কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর–দু’দিক থেকেই শেষ মেট্রো ছাড়ে রাত ৯টা ৪০ মিনিটে। কিন্তু কালীপুজোর দিন শেষ মেট্রোর পরেও দু’প্রান্ত থেকে আরও চারটি করে বিশেষ ট্রেন ছাড়বে। বিজ্ঞপ্তিতে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ৯টা ৪০ মিনিটের পর রাত ১১টা পর্যন্ত ২০ মিনিট অন্তর অন্তর বিশেষ মেট্রো পরিষেবা মিলবে। কবি সুভাষ থেকে রাত ১০টা, ১০টা ২০ মিনিট, ১০টা ৪০ মিনিট এবং ১১টায় বৃহস্পতিবার বিশেষ মেট্রো ছাড়বে। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে বিশেষ মেট্রো পরিষেবা মিলবে রাত ৯টা ৪৮ মিনিট, ১০টা ০৮ মিনিট, ১০টা ২৮ মিনিট এবং ১০টা ৪৮ মিনিটে। 


তবে কালীপুজোর দিন শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ অর্থাৎ গ্রিন লাইনে অন্যান্য দিনের তুলনায় কম মেট্রো চলবে। অন্যান্য দিন ওই লাইনে আপ–ডাউন মিলিয়ে ১০৬টি পরিষেবা মেলে। কিন্তু বৃহস্পতিবার গ্রিন লাইনে ৯০টি পরিষেবা চলবে। তবে প্রথম এবং শেষ মেট্রোর সূচিতে কোনও পরিবর্তন করা হয়নি।