আজকাল ওয়েবডেস্ক: শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মঙ্গলবার জানা গেল, শারীরিক অবস্থা স্থিতিশীল এখন বর্ষীয়ান সাংসদের। ছুটি পেয়েছেন হাসপাতাল থেকে। সূত্রের খবর, তাঁকে এখন বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

এর আগে, রবিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। এর পরেই তাঁকে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, তবে প্রবীণ সাংসদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে।

তৃণমূলের প্রবীণ সাংসদের পরিবার সূত্রে খবর, অ্যাকিউট লুজ মোশন বা তীব্র ডায়রিয়ায় আক্রান্ত। পেটের সংক্রমণের সঙ্গেই, রক্তে শর্করার মাত্রা নিয়েও উদ্বেগ দেখা যায় বলে খবর সূত্রের।

 

এর আগে ২০২৫ সালের জুলাই মাসে সৌগত রায়কে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। সূত্রের খবর, প্রবীণ সাংসদরে টাইপ টু ডায়াবিটিস আছে। এর আগে গত বছরের জুন মাসেও ভর্তি করানো হয়েছিল দমদমের সাংসদকে। বুকে ব্যথা, শ্বাসকষ্ট কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তার পর নতুন বছরেও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে ফের ভর্তি করানো হয় হাসপাতালে।

জুন, জুলাইয়ের আগে গত বছরের এপ্রিলে আড়িয়াদহে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত রায়। এর পরে তাঁকে নিয়ে য়াওয়া হয়েছিল হাসপাতালে। হৃদযন্ত্রে সমস্যার কারণে তাঁর বুকে পেসমেকার বসানো হয়েছিল। তারও আগে মার্চ মাসে সংসদে অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ। 

 

রবিবার রাতে অসুস্থ হয়ে পরায় হাসপাতালে ভর্তি করানো হলেও, মঙ্গলবারে ছুটি পেয়ছেন বর্ষীয়ান সাংসদ। তাঁর হাসপাতালে ভর্তির খবরে, চিন্তা দেখা গিয়েছিল অনুরাগী, সমর্থকদের মধ্যে। সেই চিন্তারও অবসান।