আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল পরিস্থিতি রাজ্যের। চতুর্দিকে ক্ষোভ-বিক্ষোভ। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে বচসায় জড়াচ্ছেন বিক্ষোভকারীরা। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে লাগাতার।

 

তারমাঝেই সোমবার, রাখির দিনে একেবারে অন্য ছবি ফুটে উঠল কলকাতা মেডিক্যাল কলেজে। এদিন দেখা যায়, প্রতিবাদস্থলে গিয়ে, অবস্থান এবং বিক্ষোভরক চিকিৎসকদের রাখি বাঁধেন পুলিশ।

 

কলকাতা মেডিক্যাল কলেজে তিলোত্তমার প্রতিকী মূর্তি তৈরি হয়েছে। সোমবার, রাখির দিন সেখানে মানববন্ধন হয়। রাখি বাঁধা হয় প্রতিকী মূর্তিতেও। উল্লেখ্য, এদিন পুলিশও একে অপরকে রাখি বাঁধেন প্রতিবাদস্থলে।