আজকাল ওয়েবডেস্ক: কাজে ফিরুন। পরিষেবা দিন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পর মুখ্যসচিব মনোজ পন্থ এই আবেদন করলেন রাজ‌্যের জুনিয়র ডাক্তারদের প্রতি। জুনিয়র চিকিৎসকদের প্রতি তাঁর আবেদন, 'কাজে ফিরুন।' 

সোমবার আরজি কর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট রাজ্যের জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে বলে। একইসঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয় চিকিৎসকদের সুরক্ষার জন্য সবকিছু ব্যবস্থা করতে হবে। 

এদিন মুখ্যসচিব বলেন, 'সুপ্রিম কোর্ট কাজে ফিরতে বলেছে। এটাও বলেছে কাজে ফিরলে উপকৃত হবে সকলেই। আগামীকাল ৫টার মধ্যে কাজে ফিরতে আজ মুখ্যমন্ত্রী নিজে অনুরোধ করেছেন। আমরাও সেকথাই বলছি।'  এর পাশাপাশি মুখ্যসচিব জানান, হাসপাতালে নিরাপত্তা আরও বাড়াতে কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে।  কোথায় কী ফাঁকফোকর রয়েছে তা খতিয়ে দেখে ঠিক করা হবে বলে তিনি জানান। উদাহরণ হিসেবে তিনি আলো, সিসিটিভি বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসের কথা উল্লেখ করেন। এবিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে ১০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে বলেও মুখ্যসচিব জানিয়েছেন। 

উল্লেখ্য, এদিন নিজে মুখ্যমন্ত্রী জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করেন। যদিও এর আগেও তিনি একাধিকবার তাঁদের কাছে কাজে ফেরার আবেদন করেছিলেন। কারণ হিসেবে তুলে ধরেন রাজ্যের সাধারণ মানুষের চিকিৎসার অসুবিধার কথা। এদিনও জুনিয়র চিকিৎসকদের প্রতি তাঁর আবেদন, 'কাজে ফিরুন।' 


গত মাসে আরজি কর হাসপাতালের ঘটনার পর থেকেই কর্মবিরতিতে যোগ দেন জুনিয়র ডাক্তাররা। যার ফলে বড় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পরিষেবা না পেয়ে অনেকেই বাধ্য হন বেসরকারি হাসপাতালের পথে পা বাড়াতে। হাসপাতালে এসে চিকিৎসা না পেয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই রাজ্যের তরফে বারবার জুনিয়র চিকিৎসকদের কাছে অনুরোধ জানানো হচ্ছে কাজে ফেরার। এদিন মুখ্যসচিব ছাড়াও সাংবাদিক বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম,  রাজ্য পুলিশের ডিজি রাজিব কুমার, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল প্রমুখ।