তীর্থঙ্কর দাস: রবিবার মধ্যরাতে হঠাৎই উত্তপ্ত হয়ে ওঠে টালিগঞ্জের চালিয়া এলাকা। রিজেন্ট পার্ক থানার অন্তর্গত টালিগঞ্জ ছাত্র সংঘে বহিরাগতদের ঝামেলায় উত্তপ্ত হয় পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে সেখানে উপস্থিত হয় পুলিশ। তাতেই ঘটে বিপত্তি। বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ। ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিক অমিত শাউ আক্রান্ত হয়েছেন শনিবার রাতে।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, 'বহিরাগতদের দৌরাত্ম বেড়েই চলেছে এলাকায়। রাতের বেলা পর্যন্ত খোলা থাকে চায়ের দোকান সেখানেই মূলত বহিরাগতদের আনাগোনা ।' শনিবার রাতে এমনই এক বহিরাগতদের ঝামেলা সৃষ্টি হয় যা আটকাতে গিয়ে আক্রান্ত হতে হয় পুলিশকে।
ঘটনায় ইতিমধ্যে দু'জনকে গ্রেপ্তার করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ। এর আগেও একাধিকবার বহিরাগতদের ঝামেলা হয়েছে ওই এলাকায় এবং পুলিশের বারণ সত্ত্বেও সময়ের সঙ্গে সঙ্গে তা বেড়েই চলেছে।
শনিবার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে স্থানীয় ক্লাবের সদস্যরা আগুন জ্বালিয়ে পথ অবরুদ্ধ করেন। থমকে যায় ওই এলাকার যান চলাচল। পুলিশের বিশাল বাহিনী এসে পরে সেই অবরোধ তুলে দেয়।
