আজকাল ওয়েবডেস্ক: জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা। সেখান থেকে পরিস্থিতি ক্রমশ হাতাহাতির পর্যায়ে দাঁড়ায়। তা থেকেই কাঁচির আঘাতে খুন হল এক যুবক। ঘটনাটি ঘটেছে কলকাতার চিংড়িঘাটা এলাকায়। শনিবার রাতে ওই এলাকায় জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হচ্ছিল। দুই পক্ষই সাউন্ড বক্স বাজিয়ে বিসর্জন দিতে যাচ্ছিল। বক্স বাজানোকে কেন্দ্র করেই বচসা শুরু হয় দুই পক্ষের মধ্যে। জোরে গান চালানো নিয়ে শুরু হয় বিতর্ক।সেখান থেকে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে সাহেব আলি নামে এক যুবকের গলায় কাঁচির কোপ মেরে দেন বিট্টু নামে এক যুবক। রক্তাক্ত অবস্থায় ঢলে পড়ে যান সাহেব। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যেই বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। বিট্টুকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকাবাসী। রবিবার অভিযুক্তকে চিংড়িঘাটা মোড়ে ঘিরে ধরে উত্তেজিত জনতা। পুলিশের সামনেই লাঠি, ইট দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়। ঘটনার পর থেকে পলাতক ছিলেন বিট্টু। এদিন সকালে তাকে এলাকায় দেখতে পেয়েই মারধর চলে। আশঙ্কাজনক অবস্থায় অভিযুক্তকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছন সিপি বিধাননগর গৌরব শর্মা। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় চিংড়িঘাটা এলাকায়। ভাঙচুর করা হাই ট্যাক্সিতেও। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। সমবেদনা জানিয়ে অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।