আজকাল ওয়েবডেস্ক: উদ্বোধন হল তৃণমূল কংগ্রেসের মুখপত্র 'জাগো বাংলা'র শারদীয়া সংখ্যা।‌ অন্য বছর তৃণমূল নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে উপস্থিত থেকে এই সংখ্যার উদ্বোধন করলেও এবছর পায়ের ব্যাথার জন্য ভার্চুয়ালি এই পুজো সংখ্যার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর শারদ শুভেচ্ছা জানিয়ে মমতা জানান, বাংলার পুজো ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা পেয়েছে। কারোর প্ররোচনায় পা দেবেন না। ধর্ম যার যার। উৎসব সবার। প্রতি বছর নিজে প্যান্ডেলে প্যান্ডেলে গিয়ে পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। করেন প্রতিমার চক্ষুদান। এবছর যেহেতু পায়ের সমস্যার জন্য বেরোতে অসুবিধা হচ্ছে তাই ক্যানভাসেই চেতলা অগ্রণী পুজোর প্রতিমার চক্ষুদান করলেন তিনি।পাশে উপস্থিত ছিলেন এই পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন নজরুল মঞ্চে আয়োজন করা হয়েছিল জাগো বাংলা'র পুজো বার্ষিকী উদ্বোধনের অনুষ্ঠান। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিসহ দলের শীর্ষস্থানীয় নেতৃত্ব। শারদ সংখ্যার উদ্বোধনের পর বক্তব্য পেশের সময় নাম না করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন অভিষেক। কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন অভিষেক বলেন, 'যারা বলেছিল বাংলায় দুর্গাপূজা হয় না তারাই আজ বাংলায় এসে দুর্গাপূজার উদ্বোধন করছে।' এদিন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান।