আজকাল ওয়েবডেস্ক: আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য, আঁচ ছড়িয়েছে দেশেও। এই মুহূর্তে সরকারের পক্ষ জনসমক্ষে, সংবাদমাধ্যমে কথা বলবেন কেবল মমতাই। সূত্রের খবর, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে একথা সাফ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শাসক দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি।
আরজি কর কাণ্ডে আগস্ট মাসের শুরু থেকেই উত্তাল রাজ্য। ৯ আগস্ট খাস কলকাতার সরকারি হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। দিকে দিকে প্রতিবাদ-মিছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী শুরুতেই দোষীদের সাজা হিসেবে ফাঁসির দাবি করেছেন, রাজ্য বিধানসভায় ইতিমধ্যে ধর্ষণ বিরোধী বিল ‘অপরাজিতা’ বিল পাশ হয়েছে।
তবে এই সময়কালে শাসকদলের বেশকিছু নেতা মন্ত্রীর বক্তব্যে বিতর্ক বেড়েছে। তালিকায় শান্তনু সেন, সুখেন্দুশেখর থেকে কাঞ্চন মল্লিক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকারের পদত্যাগ এবং তার কারণ ব্যাখ্যাও অস্বস্তি বাড়িয়েছে শাসক দলের। কিন্তু নেতা-মন্ত্রীদের মন্তব্যে যাতে বিতর্ক না বাড়ে আর, নজর সেদিকেই। মঙ্গলবারের বার্তার পর, তেমনটাই মত ওয়াকিবহাল মহলের।
মঙ্গলবার নবান্নতে মন্ত্রিসভার বৈঠকে বসেন মমতা। সূত্রের খবর, ওই বৈঠকেই আরজি কর প্রসঙ্গে বাকিদের কথা না বলার বার্তা দিয়েছেন তিনি। পুজো এবং নিজেদের এলাকার কাজে জনপ্রতিনিধিদের মন দিতে বলে হয়েছে বলেও খবর সূত্রের।
অন্যদিকে, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে নিজেদের ছয় দফা দাবি নিয়ে আন্দলনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। দেশের সর্বোচ্চ আদালত তাঁদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি তুলে কাজে ফেরার বার্তা দিলেও, নিজেদের একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ চালাচ্ছেন তাঁরা।
