আজকাল ওয়েবডেস্ক: ডানার প্রভাব কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল আগেই জানিয়েছিল বৃহস্পতিবার রাত আটটা থেকে বনগাঁ, হাসনাবাদ ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বন্ধ থাকবে। শুক্রবার সকাল দশটার পর স্বাভাবিক হবে পরিষেবা। তবে বনগাঁ শাখায় বৃহস্পতিবার রাত আটটার পরেও পরিষেবা ছিল স্বাভাবিক। শুক্রবার সকালেও বনগাঁ লাইনে ট্রেন চলেছে। আর বাকি শাখায় সকাল দশটার পর ধীরে ধীরে ট্রেন চলতে শুরু করেছে। পূর্ব রেল সূত্রে খবর, কয়েক ঘণ্টার মধ্যেই পরিষেবা পুরো স্বাভাবিক হয়ে যাবে।
শুক্রবার সকাল দশটা প্রায় ১৪ ঘণ্টা পর শিয়ালদহ ও হাওড়া শাখায় ট্রেন পরিষেবা শুরু হল। তবে বৃষ্টির জেরে শুক্রবার সকাল থেকেই রাস্তাঘাট শূন্য। হাওড়া ও শিয়ালদহে নেই চেনা ভিড়।
শিয়ালদহ ও হাওড়া দুটি স্টেশন থেকেই গন্তব্যের উদ্দেশে শুক্রবার সকাল দশটার পর রওনা দিয়েছে ট্রেন। প্রসঙ্গত, হাওড়া শাখায় ১৪ ঘণ্টা না হলেও দীর্ঘক্ষণ বন্ধ ছিল পরিষেবা। যা আস্তে আস্তে শুরু হয়েছে।
