তীর্থঙ্কর দাস: রবিবার রাতে বেপরোয়া গতির শিকার এক ট্রাফিক সার্জেন্ট। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন কলকাতা পুলিশের এক ট্রাফিক সার্জেন্ট। বিদ্যাসাগর ট্রাফিক গার্ডে কর্মরত ট্রাফিক সার্জেন্ট প্রকাশ ঘোষ। রবিবার রাত তখন ১১ টা। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা। ডিউটি সেরে বাড়ি ফেরার পথে পার্কসার্কাস এলাকার করেয়া থানার অন্তর্গত অঞ্চলে একটি শপিং মলের সামনে দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে আসা একটি গাড়ি ওই সার্জেন্টের বাইকে পেছন থেকে ধাক্কা মারলে ছিটকে পড়েন তিনি। জানা গিয়েছে, চোট লেগেছে বাম দিকের কাঁধে, পিঠ, হাঁটু এবং পা-এর পাতায়।
ঘাতক গাড়িটিকে এখনও পর্যন্ত চিহ্নিত করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই ট্রাফিক সার্জেন্ট করেয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করার কাজ চলছে। প্রসঙ্গত ১১ জুলাই রাতে ক্যামাক স্ট্রিট ও মিডলটন স্ট্রিটের সংযোগস্থলে নাকা তল্লাশি চলাকালীন পালাতে গিয়ে ৩ পুলিশকর্মীকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি
