আজকাল ওয়েবডেস্ক: রবিবারের দিনভর ভোগান্তির পর, সোমবার সকাল থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা মেট্রো। শহরে মেট্রো বিভ্রাট নতুন কোনও ঘটনা নয়। মেট্রো লাইনে আত্মহত্যার চেষ্টা সহ নানা কারণে মাঝে মাঝেই ব্যাহত হয় পরিষেবা। তবে ঘন্টা খানেকেই তা ফের স্বাভাবিক হয়েও যায়। কিন্তু রবিবারের ঘটনা একেবারে অন্য। দুপুর থেকে রাত পর্যন্ত থমকে ছিল আংশিক পথের মেট্রো পরিষেবা। রবিবার দুপুর ১টা ৫২ থেকে বন্ধ হয় পরিষেবা। দমদম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে দমদম, বন্ধ ছিল মেট্রো চলাচল। মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছিল থার্ড রেলে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। সমাধানের চেষ্টাও শুরু হয়েছিল তড়িঘড়ি। কিছুক্ষণ পর নোয়াপাড়া কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল শুরু হলেও আংশিক পথের মেট্রো আর চলেনি বাকিদিন। স্বাভাবিক ভাবেই বছর শেষের উইকেন্ডে যাঁরা দ্রুত গন্তব্যে পঊঁছনোর জন্য মেট্রোয় ভরসা রেখেছিলেন, হয়রানির শিকার তাঁরা। তবে সপ্তাহের শুরুর দিনে, সকাল থেকের ফের শহরে ছহন্দে ফিরেছে মেট্রো পরিষেবা।
