আজকাল ওয়েবডেস্ক: লক্ষ্মীপুজোর সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়। দাউ দাউ করে জ্বলছে বেলেঘাটার এক পরিত্যক্ত কারখানা। ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন। ঘণ্টা খানেক পেরিয়ে যাওয়ার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। 

 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অগ্নিকাণ্ডটি ঘটেছে। বেলেঘাটার ইস্ট ক্যানাল রোডে পরিত্যক্ত কারখানায় আগুন লাগে। কারখানার পাশে তিনটি ট্যাঙ্কারেও জ্বলতে থাকে। কারখানার মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল। প্রথমে অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন কারখানার কর্মীরা। এরপরই দমকলে খবর দেওয়া হয়। 

 

স্থানীয় সূত্রে খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। জল দিতেই আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। শেষমেশ ফোম ছড়িয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল বাহিনী জানিয়েছে, কারখানার মধ্যে কীভাবে আগুন লাগল, কীভাবে তা ট্যাঙ্কারে ছড়াল তা এখনও জানা যায়নি। তবে ট্যাঙ্কারের মধ্যে রাসায়নিক পদার্থ ছিল। কী ধরনের রাসায়নিক ছিল এবং পরিত্যক্ত কারখানায় কীভাবে আগুন ছড়াল, তা খতিয়ে দেখা হচ্ছে। কারখানাটি কয়েক বছর আগেই বন্ধ হয়ে যায়। কিন্তু কারখানার পাঁচিলের পাশে ঘন জনবসতি। কারখানার বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।