আজকাল ওয়েবডেস্ক:‌ চেতলায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা। উদ্ধার হল লক্ষ লক্ষ টাকা। টাকা গোনার কাজ এখনও চলছে বলে জানা গিয়েছে। আয়কর দপ্তর সূত্রে খবর, ওই ব্যবসায়ীর ছাতুর ব্যবসা রয়েছে। ব্যবসায়ীর আয়ের সঙ্গে ওই টাকার সঙ্গতি পাওয়া যায়নি বলেই আয়কর আধিকারিকদের দাবি। জানা গেছে ওই ব্যবসায়ীকে জেরা করে আরও এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে আয়কর বিভাগ। 
আয়কর দপ্তর সূত্রে খবর, এখনও অবধি প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে ওই ব্যবসায়ীর চেতলার অফিস কাম বাড়ি থেকে। ওই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গত দু’‌দিন ধরেই এই তল্লাশি চলছে বলে জানা গেছে। 

‌‌