আজকাল ওয়েবডেস্ক: দেশের গ্রামীণ এলাকার ছাত্র ছাত্রীদের মহাকাশ গবেষণার উপরে আগ্রহ তৈরি করতে স্থানীয় স্কুলের শিক্ষকদের প্রশিক্ষন দেওয়া হবে বলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে। কলকাতার রাজভবনে আয়োজিত গ্লোবাল এনার্জি পার্লামেন্টের সভায় অংশ নিয়ে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, এবার শুক্রগ্রহে যান পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এইজন্যে দ্রুত সরকারের কাছে অনুমোদন চাওয়া হবে বলে তিনি জানিয়েছেন। আগামী ২০৪০ সালের মধ্যে একজন ভারতীয় চাঁদে পা দেবেন বলেও তিনি জানিয়েছেন। পাশাপাশি আগামী বছরের মধ্যে আরও একটি চন্দ্রযানের উড়ানের সম্ভাবনার কথা জানিয়েছেন।