আজকাল ওয়েবডেস্ক: ফের সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড খাস কলকাতায়। শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ইএম বাইপাস সংলগ্ন আনন্দপুরের গুলশন কলোনিতে। 

 

প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য, গুলশন কলোনির রঙের গোডাউনে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবেই বহু মানুষের আবাসন, ঘিঞ্জি লোকালয়ে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে ওই রঙের গোডাউনের উপরেই রয়েছে বহুতল আবাসন। বহু মানুষের  বাস সেখানে। তবে প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা তৎপর হয়ে বাসিন্দাদের নিরাপদভাবে সরিয়ে নিয়েছেন অন্যত্র।

 

সকাল দশটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত, নিয়ন্ত্রণে আসেনি আগুন। 

 

স্থানীয়রা ও  দমকল সূত্রে তথ্য, ওই গোডাউনের ভিতর প্রচুর কেমিক্যাল ও দাহ্য বস্তু থাকার কারণে আগুন ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রচুর পরিমাণে জল দেওয়ার পরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ভিতরে এখনও বিস্ফোরণের ঘটনা ঘটছে বলেও দাবি অনেকের। যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

 

তবে আগুনের যে ভয়াবহতা এবং যে দীর্ঘ সময় ধরে আগুন জ্বলছে তাতে আশেপাশেও আগুন ছড়িয়ে যাওয়ার ভয় পাচ্ছে স্থানীয়রা। জল দিয়ে ও কাজ হচ্ছে না, নিয়ন্ত্রণে আসছে না আগুন। তাই আগুন নেভানোর জন্য অন্য পন্থা অবলম্বন করা হচ্ছে বলে খবর স্থানীয় সূত্রে।  ঘটনাস্থলে দমকলের ছ'টি ইঞ্জিন।