আজকাল ওয়েবডেস্ক: আগুন যেন পিছু ছাড়ছে না মহানগরের। এবার গড়িয়াহাটের কাঁকুলিয়া রোডে। একের পর এক বাড়ি পুড়ে ছাই। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের সাত ইঞ্জিন। পরিস্থিতি খতিয়ে দেখতে উপস্থিত হন মেয়র ফিরহাদ হাকিম। 

 

 

শুক্রবার বিকেলে হঠাৎই লাগে আগুন। প্রাথমিক তদন্তের পর অনুমান, বন্ধ বাড়িতে ধূপ থেকেই ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। সেখান থেকে ছড়িয়ে পড়ে চারপাশে। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বিষয়টি টের পান বাসিন্দারা। খবর যায় দমকলে। প্রথমে স্থানীয়রাই আগুন নেভাতে শুরু করেন। সঙ্গে সঙ্গে খবর পেয়ে আসেন মেয়র ফিরহাদ হাকিম, কাউন্সিলর -সহ অন্যান্যরা। ভয়াবহ আগুনে আটটি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। 

 

 

সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। শহরের অন্যতম বস্তি এলাকা গড়িয়াহাটের কাঁকুলিয়া। চারপাশ জুড়ে রয়েছে একাধিক বস্তি। সেখানে এইভাবে আগুন লাগায় আতঙ্কিত এলাকাবাসী। 

 

 

মেয়র জানিয়েছেন, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার পরপরই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি খতিয়ে দেখার পর দ্রুত বাড়িগুলো মেরামতের আশ্বাস দেন তিনি। জানিয়েছেন, যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে সেগুলো পুরসভার তরফে আবার নতুন করে নির্মাণ করার ব্যবস্থা করা হবে।