আজকাল ওয়েবডেস্ক: শহর কলকাতায় ফের বিস্ফোরণের জেরে আহত কিশোর। ঘটনাটি ঘটেছে শহরের অন্যতম প্রাণকেন্দ্র পাটুলিতে। স্থানীয় একটি খেলার মাঠে বল বোমকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে আহত হয়েছে এক কিশোর।
পাটুলি থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে একটি খেলার মাঠে এই ঘটনার জেরে প্রশাসেনর দিকে অভিযোগের আঙুল উঠেছে। ঘটনাস্থলে গিয়েছে পাটুলি থানার পুলিশ। ঘটনাস্থল খতিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। কালীপুজোর পরদিন কীভাবে এখানে এই বোমা উদ্ধার হল তা নিয়ে উঠছে প্রশ্ন।
থানার এত কাছে কীভাবে এই ধরণের একটি ঘটনা হল তা নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। পাটুলির মত একটি জনবহুল এলাকায় কীভাবে মাঠের মধ্যে বোমা কে বা কারা রেখে গেল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে কোনও বক্তব্য মেলেনি।
দুই কিশোর পাটুলির মেলার মাঠে ক্রিকেট খেলছিল। খেলার সময় বল দূরে চলে যায়। বল কুড়োতে যায় এক কিশোর। আরেকজন দৌড়ে গিয়ে দেখে ঝোপের ভিতর সাদা কাগজে মোড়া একটি গোলাকার বস্তু পড়ে রয়েছে। সেটি বল ভেবে কুড়িয়ে নেয় কিশোর। খেলতে গিয়েই বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে চারদিক। দৌড়ে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরা দেখেন এক কিশোরের মুখ-সহ শরীরের বিভিন্ন অংশ দিয়ে রক্ত বেরচ্ছে। মাঠে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে সে। আরেকজন আতঙ্কে জড়োসড়ো হয়ে গিয়েছে।
তড়িঘড়ি ওই জখম কিশোরকে উদ্ধার করা হয়। বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে কিশোরের। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
