আজকাল ওয়েবডেস্ক: সোমবার আরজি করে দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছেন সেখানকার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেপ্তার করে সন্দীপকে। শুক্রবার দেখা গেল, সাতসকালে সন্দীপের বাড়িতে হানা অপর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির।
শুক্রবার সাড়ে ছটা নাগাদ সন্দীপের বেলেঘাটার বাড়িতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তব তাঁর বাড়ি তালাবন্ধ ছিল দীর্ঘক্ষণ। বাড়ি তালাবন্ধ থাকায় প্রায় তিনঘণ্টা সেখানেই অপেক্ষা করেন ইডি আধিকারিকরা। সাড়ে নটার কিছু পরে, সন্দীপের স্ত্রী এসে দরজা খোলায় তাঁর বাড়িতে প্রবেশ করেন ইডি আধিকারিকরা। চলছে তল্লাশি, জিজ্ঞাসাবাদ। সন্দীপের বাড়ির বাইরে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী।
শুধু সন্দীপ ঘোষ নয়, শুক্র সকালে একযোগে একাধিক জায়গায় চলছে তল্লাশি। হাওড়ায় বিপ্লব সিংহ এবং কৌশিক কোলে এবং সুভাষগ্রামের প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি। উল্লেখ্য, সোমবার সন্দীপের সঙ্গেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন বিপ্লব সিংহও।
