আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় ফের করোনা আক্রান্ত। গত সপ্তাহে পাঁচজনের দেহে কোভিডের ভাইরাস মিলেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। প্রসঙ্গত, কয়েকদিন ধরে মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার মধ্যেই কলকাতায় নতুন করে কোভিড আতঙ্ক। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত ৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর, কলকাতায় যারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরা সকলেই কোনও না কোনও অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রুটিনমত তাঁদের কোভিড পরীক্ষা করা হবে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, রিপোর্ট নেগেটিভ আসার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে। দুজন এখনও চিকিৎসাধীন। এদের মধ্যে কেউ কেপি-২ তে আক্রান্ত কিনা তার জন্য জিনোম সিকোয়েন্স করতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট আসলেই বোঝা যাবে এনাদের কেউ কেপি-২ তে আক্রান্ত কিনা। চিকিৎসকদের কথায়, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।