আজকাল ওয়েবডেস্ক: 'আগুন খাবার বানানোর জন্য, বিভেদের জন্য নয়।' দোল উৎসব উপলক্ষে বুধবার কলকাতা পুরসভা আয়োজিত আলিপুর ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। উৎসব এবং তাকে ঘিরে রাজ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখতেই তিনি একথা বলেন। 

মঙ্গলবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবেন তাঁদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দিয়ে আসবেন তিনি। শুভেন্দুর এই 'বিতর্কিত' মন্তব্যের পরেই তৃণমূলের বিধায়ক হুমায়ূন কবীর প্রতিবাদ করে সরাসরি তাঁকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে বুধবার বিধানসভায় বিরোধী নেতার নাম না করে এই মন্তব্যের প্রতিবাদ করেন। 

এদিন দোল উপলক্ষে আয়োজিত উৎসবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় যে মন্তব্য করেন সেখানেও তিনি কারোর নাম করেননি। কিন্তু তাঁর মন্তব্যে স্পষ্ট কোনওভাবেই বিভেদের আঁচ তিনি বাংলায় পড়তে দেবেন না। তাঁর কথায়, 'বাংলায় কিছু হলে দেশও ভালো থাকবে না।' রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ প্রসঙ্গে তিনি বলেন, 'বাংলায় সব ধর্মের মানুষ থাকেন। আপনারা যে যার ধর্ম পালন করুন।' 

এই প্রসঙ্গেই রাজ্যের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, 'ভৌগলিক দিক দিয়ে বাংলার গুরুত্ব অনেক বেশি। আমরা শান্তি চাই।' এদিন প্রেক্ষাগৃহে গুজরাটের গরবা, ডান্ডিয়ার পাশাপাশি বাংলার নাচগানও অনুষ্ঠিত হয়। নিজে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচে অংশগ্রহণ করেন। পাশাপাশি রাজ্যবাসীকে জানিয়েছেন দোলের শুভেচ্ছা।