আজকাল ওয়েবডেস্ক:‌ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। 


প্রসঙ্গত, শুক্রবারই প্রকাশিত হয়েছে ২০২৫ সালের মাধ্যমিকের ফল। এবছর পাশের হার ৮৬.‌৫৬ শতাংশ। যা গতবারের চেয়ে বেশি। পরীক্ষার ৭০ দিনের মাথায় হয়েছে ফলপ্রকাশ।


মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে উত্তীর্ণ পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। যারা উত্তীর্ণ হতে পারেনি, তাঁদের বলেছেন, ‘হতাশ হবে না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই।’


মমতা লিখেছেন, ‘‌এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে–এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা–মা, অভিভাবক–অভিভাবিকা এবং শিক্ষক–শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে। যারা আজ ভাল ফল করতে পারোনি তাদের বলব, হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরও একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভাল থেকো সকলে।’‌

?ref_src=twsrc%5Etfw">May 2, 2025


প্রসঙ্গত, এবার পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। আর ২ মে হল ফলপ্রকাশ। প্রথম দশে আছে ৬৬ জন। প্রথম হয়েছে রায়গঞ্জ করোনেশন স্কুলের অদৃত সরকার। দ্বিতীয় স্থানে আছে দু’‌জন। মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের অনুভব বিশ্বাস ও বাঁকুড়া বিষ্ণুপর হাইস্কুলের সৌম্য পাল। তৃতীয় হয়েছে বাঁকুড়া কোতুলপুর হাইস্কুলের ঈশানী চক্রবর্তী। পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় কালিম্পং, তৃতীয় কলকাতা।