আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতি মুহূর্তে শিল্পের প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তাঁর ধারা বজায় রেখে কলকাতা নয়, ডায়মন্ড হারবারে আয়োজিত 'বিনোদিনী নাট্য উৎসব'। মঙ্গলবার থেকে শুরু হল বিনোদিনী নাট্য উৎসব ২০২৪-২৫।
ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনে রাজ্য তথ্য ও সংস্কৃতি বিভাগের মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত হল প্রেসিডেন্সি বিভাগের বিনোদিনী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। ১২ নভেম্বর থেকে শুরু করে ১৬ নভেম্বর পর্যন্ত চলবে বিনোদিনী নাট্য উৎসব ২০২৪-২৫।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা , ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে , ডায়মন্ড হারবারের মহকুমা শাসক অঞ্জন ঘোষ, মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সচিব অনুপ গায়েন, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার, মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক ব্রতী বিশ্বাস , দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত মালি সহ ডায়মন্ড হারবারের পুরসভা ও পঞ্চায়েত স্তরের অন্যান্য অতিথিরা।
এবছর নদিয়া, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং কলকাতা জেলা থেকে অংশগ্রহণ করবে বিভিন্ন নাটকের দল।
