অভিষেক সিংহ : ভাইফোঁটার আগে বাজারগুলিতে উপচে পড়া ভিড়। ভাইফোঁটার জন্য শেষ সময়ের কেনাকাটা করছেন সাধারণ মানুষ। বেহালা বাজারে পৌঁছে গিয়েছিল আজকাল ডট ইন। বেহালা বাজারে ইলিশ মাছের দাম ১০০০ থেকে ১২০০ টাকা। চিংড়ি মাছের দাম ৭০০ টাকা। পমফ্রেট মাছ ১৫০ থেকে ২০০ গ্রাম ৭০০ টাকা। পেঁয়াজের দাম ৭০ টাকা কিলো। ফুলকপির দাম ২৫ টাকা থেকে ৩০ টাকা পিস। কাঁচা আম ২০০ টাকা কিলো। কড়াইশুঁটির দামও অনেকটাই বেশি। তবে ব্যবসায়ীদের বক্তব্য আগের বছরের তুলনায় এবছর ব্যবসা অনেকটাই মন্দা। সাধারণ মানুষের বক্তব্য জিনিসপত্রের দাম বিশেষ করে সব্জির দাম অনেকটাই বেশি।তবে এক কিছুর মধ্যেও ভাইফোঁটা নিয়ে আনন্দের রেশ প্রতিটি ঘরে ঘরে।
