আজকাল ওয়েবডেস্ক: ১৬ ডিসেম্বর পাক বাহিনীকে আত্মসমর্পণ করার ভারতীয় সেনাবাহিনী। জন্ম হল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের। বিজয়ের ৫২ বছর পূর্তি উপলক্ষে কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধু মঞ্চে এক অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "ভাষা আন্দোলন কীভাবে স্বাধীনতার আন্দোলনে পরিণত হতে পারে তার উদাহরণ খুব কমই আছে। বাংলা আমাদের ভাষা। সেই ভাষা পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। সেইসময় বহুবার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে বৈঠক করেছি। যেদিন নিয়াজী আত্মসমর্পণ করেছিলেন তার পরের দিনই বাংলাদেশে গিয়েছিলাম।"
এদিন বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে নিজের লেখা একটি কবিতা পাঠ করে শোনান কৃষিমন্ত্রী।
ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার আন্দালিব ইলিয়াসসহ বিশিষ্টজনেরা। এদিন আয়োজিত হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।