আজকাল ওয়েবডেস্ক: অ্যাপ ক্যাব পরিষেবায় যাত্রী নিরাপত্তা নিয়ে ফের গুরুতর প্রশ্ন উঠে এল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে তোলপাড় শুরু হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাইকের পিছনে বসে থাকা এক যাত্রী চালকের প্রতি অশালীন ও যৌন হেনস্তামূলক আচরণ করার চেষ্টা করছেন। ঘটনাটি প্রকাশ্যে আসে একটি ভিডিওর মাধ্যমে, যা প্রথম শেয়ার করেন ক্যাব চালক নিজেই।

ভিডিওর বিবরণ অনুযায়ী, একটি অ্যাপ–ক্যাব (বাইক রাইড) চলাকালীন পিছনের আসনে বসে থাকা এক ব্যক্তি চালকের শরীরের সংবেদনশীল অংশে স্পর্শ করার চেষ্টা করেন। চালক বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেন এবং যাত্রীর “ভদ্রলোকের মুখোশ” খুলে দেন। ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং হাজারের বেশি মন্তব্য জমা পড়ে।

ঘটনাটি নিয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া যেমন ক্ষোভে ফুঁসছে, তেমনই উঠে এসেছে নানা সামাজিক মানসিকতার প্রতিফলন। অনেকেই প্রশ্ন তুলেছেন—“এমন ঘটনায়ও কি হাসি পায়?” কেউ কেউ মন্তব্য করেছেন, কম বয়সী ছেলেদের তুলনায় বয়স্ক পুরুষদের মধ্যেই এ ধরনের “চুলকানি” বেশি দেখা যায়। আবার কেউ সরাসরি বলেছেন, “এই দেশে ছেলেরাও নিরাপদ নয়।”

তবে মন্তব্যের ভিড়ে একটি দীর্ঘ ও যুক্তিনির্ভর প্রতিক্রিয়া বিশেষভাবে নজর কাড়ে। সেখানে বলা হয়েছে, এই ঘটনাকে কোনওভাবেই যৌন পরিচয় (gay/straight), বয়স (বুড়ো–যুবক) বা লিঙ্গভিত্তিক বিভাজনের মাধ্যমে ব্যাখ্যা করা উচিত নয়। মন্তব্যকারী স্পষ্ট করে লেখেন, যৌন হেনস্তা একটি অপরাধ, এবং এটি কাজের সময় সংঘটিত হওয়ায় বিষয়টি আরও গুরুতর। তাঁর মতে, “gay" হওয়া কোনও মানসিক রোগ নয়, আর gay হলেই কেউ যৌন হেনস্তা করে এই ধারণা সম্পূর্ণ ভুল।” একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ছেলে বা মেয়ে সবাই মানুষ এবং সবারই মৌলিক মানবাধিকার ও মর্যাদা আছে।

কিছু মন্তব্যে অভিযুক্তকে মারধর করার দাবি উঠলেও, সেই প্রবণতারও সমালোচনা করা হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার বদলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথাই বলেছেন অনেকেই। আইনি ব্যবস্থার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে বলা হয়েছে, বিচার পছন্দ না হলে আইনি পথেই লড়াই করা উচিত।

এই ঘটনা নতুন করে অ্যাপ–ভিত্তিক পরিবহণ পরিষেবায় কর্মরত চালকদের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু করেছে। সাধারণত যাত্রী নিরাপত্তা নিয়েই আলোচনা হয়, কিন্তু এই ভিডিও দেখিয়ে দিয়েছে যে চালকরাও অনেক সময় ঝুঁকির মুখে পড়েন সে পুরুষই হোন বা নারী।

বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনায় শুধু নিন্দা বা সোশ্যাল মিডিয়া বিতর্ক যথেষ্ট নয়। প্রয়োজন স্পষ্ট অভিযোগ দায়ের, দ্রুত পুলিশি তদন্ত এবং অ্যাপ–ক্যাব সংস্থাগুলির তরফে চালক ও যাত্রী উভয়ের জন্যই আরও শক্ত নিরাপত্তা ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা।

ভাইরাল ভিডিওটি আবারও মনে করিয়ে দিল যৌন হেনস্তা কোনও লিঙ্গ, বয়স বা পরিচয়ের বিষয় নয়, এটি একটি অপরাধ। আর সেই অপরাধের বিরুদ্ধে সামাজিক সচেতনতা, সংবেদনশীলতা এবং আইনি পদক্ষেপ তিনটিই সমানভাবে জরুরি।