আজকাল ওয়েবডেস্ক: দেশের রাজনৈতিক সমীকরণে বাংলার মুখ্যমন্ত্রীর পাশেই বারেবারে দাঁড়িয়েছেন মুলায়ম পুত্র। এবার কলকাতায় এসে, মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে অখিলেশ যাদব বললেন, দেশে বিজেপির সঙ্গে মোকাবিলা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিই। সারা দেশে বিজেপিকে রুখে দিতে পারেন তিনিই। শুধু তাই নয়, SIR নিয়েও এদিন মন্তব্য করেন সমাজবাদী পার্টির নেতা। 

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই বঙ্গে সপা নেতা। সোমবার কলকাতায় পৌঁছনর পরেই তাঁর গলায় মমতা ব্যানার্জির প্রশস্তি শোনা গিয়েছিল। মঙ্গলবার নবান্নে বৈঠকে বসেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। মঙ্গলবার  নবান্নে বৈঠকের পরে, বক্তব্য রাখলেন মমতার পাশে দাঁড়িয়েই।

কী বললেন অখিলেশ? 
বললেন, 'গোটা দেশে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যদি কেউ মোকাবিলা করছে, তিনি হল এখানের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এভাবেই বিজেপিকে রুখে দেওয়া সম্ভব।' শুধু তাই নয়, এদিন এসআইআর নিয়েও বড় মন্তব্য করেন অখিলেশ। তিনি বলেন, 'এসআইআর-এর সত্যি হল, বিহারে এসআইআর হল কী হল না তা অন্য কথা, এসআইআর মূলত জেনেবুঝে পশ্চিমবঙ্গের জন্যই আনা হয়েছে।' স্বাভাবিকভাবেই ভোটমুখী বাংলায় দাঁড়িয়ে উত্তরপ্রদেশের নেতার এই মন্তব্য তাৎপর্যপূর্ণ

নির্বাচন কমিশনকেও একহাত নেন তিনি। বলেন, 'নির্বাচন কমিশনের কর্তব্য, যাতে বেশিরভাগ মানুষ ভোট দেন, তা নিশ্চিত করা। প্রথমবার দেখছি কমিশন, বিজেপি এসআইআর-এর বাহানায়, এনআরসি  করে সাধারণ মানুষকে ব্যতিবস্ত করছে। লক্ষ্য, বেশিরভাগ ভোট কেটে দেওয়া।' সঙ্গেই বলেন, 'আপনারা দেখবেন ভোট এলেই নির্বাচন কমিশন প্রচার বন্ধ করে দেন, যাতে বেশিরভাগ মানুষ ভোট দেন। এসআইআর-এর বাহানায় প্রথমবার দেখছি দিদিকে ব্যতিব্যস্ত করা হচ্ছে। দেশে অন্য কাউকে এতটা ব্যতিব্যস্ত করা হয়নি। তবে আমার ভরসা আছে বাংলার মানুষের উপর। এখানের মানুষের দিদির প্রতি যে ভালবাসা আছে, তাতে তাঁকেই আবার মুখ্যমন্ত্রী বানাবেন। বিজেপির লড়াই হারার। ওরা সম্মানজনক হার চাইছে।'

অখিলেশের কথায় ইডি প্রসঙ্গও। কলকাতায় এসে তিনি বলেন, 'দিদি ইডিকে হারিয়ে দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি পেন ড্রাইভের পেন ভুলতে পারছেন না।'