আজকাল ওয়েবডেস্ক: টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন আয়োজন করেছিল "আগমনী ২০২৩"। শারদ সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে ঢাকের বাদ্যি আর ধুনোর গন্ধে দেবী দুর্গার আগমনবার্তা ছড়িয়ে পড়েছিল সকলের মনে। টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরীর উপস্থিতি অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করেছিল। এছাড়াও উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির উপাচার্য ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় সহ আরও অনেক গুণীজন। নাচে, গানে, আবৃত্তিতে ভরপুর এক মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দিয়েছেন ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। সবচেয়ে আকর্ষণীয় ছিল বৈঠকী মেজাজে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পুজোর আড্ডা। সেই আড্ডায় সামিল হয়েছিলেন সত্যম রায়চৌধুরী। গল্পে গল্পে উঠে এল গ্রাম বাংলার পুজো, মফস্বলের পুজো, ইউরোপ-আমেরিকায় প্রবাসী বাঙালীর দুর্গাপুজো। কলেজের অধ্যক্ষ অয়ন চক্রবর্তী শোনালেন পুরনো কলকাতার বনেদী বাড়ির পুজোর নানা অজানা কাহিনী। সুন্দর ছিমছাম এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে টেকনো ইন্টারন্যাশনাল তুলে ধরল মৈত্রীর বার্তা, ছড়িয়ে দিল উৎসবের আনন্দ।