আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার গভীর রাতে পাটুলিতে নাবালিকাকে পিষে দিল সবজির ভ্যান। গুরুতর আহত নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ কামালগাজির কাছে দুর্ঘটনাটি ঘটে। ঢালী পাড়ার বাসিন্দা প্রিয়া প্রামাণিক (১৩) মায়ের সঙ্গে টিউশন পড়ে বাড়ি ফিরছিল। সাইকেল নিয়ে সাহা পাড়া ক্রসিংয়ে দাঁড়িয়েছিল নাবালিকা। হঠাৎ সিগন্যাল ভেঙে দ্রুতগতিতে চলে আসে একটি সবজি বোঝাই ৪০৭ ট্রাক। ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওই কিশোরীকে। ধাক্কা মেরে বেশ কিছুদূর পর্যন্ত টেনে হিঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ। কোনওমতে রক্ষা পায় নাবালিকার মা। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা ধরে ফেলে গাড়িটিকে। গাড়িতে থাকা বাকিরা পালালেও চালক ধরা পড়ে যায়। স্থানীয়দের দাবি, চালক মদ্যপ ছিল। তার জেরেই ঘটেছে দুর্ঘটনা। ঘটনার পর উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। চালককে আটক করেছে পুলিশ।
