আজকাল ওয়েবডেস্ক: রজ্জুতে সর্পভ্রম শুনেছেন? এবার এইরকম এক ভ্রান্তির জেরে প্রাণ গেল একজনের।  মদ ভেবে তিনি অ্যাসিড খেয়ে নেন। জানা গেছে মদের বোতলে রাখা অ্যাসিড-কে মদ ভেবে খেয়ে মৃত্যু হয় তার। মৃতের নাম লক্ষ্মণ মল্লিক রায় (৪৭)। বাড়ি আউশগ্রাম থানার বড়া গ্রামে। 

মৃতের খুড়তুতো ভাই নির্মল মল্লিক রায় জানিয়েছেন, গত সোমবার বিকালে লক্ষ্ণণ বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ধারে একটি বিয়ারের বোতল দেখতে পান। নেশাগ্রস্ত অবস্থায় সেই বিয়ারের বোতলে মদ রয়েছে ভেবে খেয়ে নেন তিনি।

এরপরই অসুস্থ হয়ে পড়েন লক্ষ্ণণ। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। তার আত্মীয় জানান, নেশা করা অভ্যাস ছিল তার। তাই নেশার ঘোরে বিয়ারের বোতল ভেবেই গলায় ঢালেন তিনি।

বুধবার বর্ধমান থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেলে।