নতুন সিরিজ নিয়ে ফিরছেন মাধুরী দীক্ষিত। জিও হটস্টারের আসন্ন সিরিজ 'মিসেস দেশপান্ডে'তে নাম ভূমিকায় দেখা যাবে নায়িকাকে। সদ্যই এই সিরিজের ঘোষণা করলেন খোদ 'ধকধক গার্ল', তাও আবার এক দুর্দান্ত চমক দিয়ে! সঙ্গে দিলেন কোন আভাস? 

বুধবার, ১৯ নভেম্বর মাধুরী দীক্ষিত তাঁর সমাজমাধ্যমে একটি পোস্ট করেন। সেটি একটি ২০ সেকেন্ডের টিজার। এখানেই দেখা যাচ্ছে, অভিনেত্রী এক এক করে তাঁর গয়না খুলছেন, মেকআপ তুলছেন। তারপরই হুট করে তাঁকে কারাগারে বন্দিদের পোশাকে দেখা যায়। ঠোঁটে লেগে ব্যঙ্গের হাসি। টিজার থেকেই স্পষ্ট এটি একটি থ্রিলার সিরিজ হতে চলেছে যেখানে অভিনেত্রীকে একেবারেই অদেখা একটি বোল্ড লুকে দেখা যাবে। সিরিয়াল কিলার হিসেবে ধরা দেবেন 'মিসেস দেশপান্ডে'। 

টিজার মুক্তি পাওয়ার আগে এদিন সকালে মাধুরী দীক্ষিত একটি ইঙ্গিতবহ পোস্ট করেন, সেখানে দেখা যায় তাঁর আইকনিক কিছু গানের লিরিক্স, যেমন 'এক দ তিন চার পাঁচ...', 'ভোলি সি সুরত, আঁখো ম্যায় মস্তি...', ইত্যাদি। সঙ্গে ক্যাপশনে দেখা ছিল 'শীঘ্রই আসছে।' সেই থেকেই জল্পনা শুরু হয়। তাঁর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, এটা জানার জন্য অভিনেত্রী কী ঘোষণা করবেন। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, আইফা অ্যাওয়ার্ডসের সময় এই বছরই মাধুরী জানিয়েছেন যে তিনি সচেতন ভাবে যে কিছু করেছেন সেটা নয়। চরিত্রটা নিজে থেকেই তাঁর কাছে আসে, এবং সেটা শুনে তাঁর মনে হয় এই চরিত্রের হাত ধরে তাঁর অভিনেত্রী সত্তার আরও একটি দিক সামনে আসবে। আর সেটার জন্যই তিনি অপেক্ষা করে আছেন বলে জানান। অবশেষে সেটি মুক্তি পাওয়ার পালা।

 

'মিসেস দেশপান্ডে' সিরিজটি নাগেশ কুকুনুর পরিচালনা করেছেন। এটি একটি ফ্রেঞ্চ থ্রিলারের রিমেক, 'লা ম্যান্টে'। এই গল্পে দেখা গিয়েছিল কীভাবে একজন সিরিয়াল কিলার আরেকজন খুনিকে ধরাতে সাহায্য করবে যে তার খুন করার ধরন কপি করছে। 'মিসেস দেশপান্ডে' কবে থেকে দেখা যাবে সেটা এখনও জানানো হয়নি। এমনকী, এই সিরিজে তাঁর সঙ্গে আর কারা আছেন সেটাও জানানো হয়নি। তবে এটুকু নিশ্চিত এই সিরিজে মাধুরীর একেবারেই অদেখা, অন্য একটা রূপ ধরা পড়বে।

এর আগে মাধুরী দীক্ষিত দ্য ফেম গেম সিরিজে অভিনয় করেছিলেন। সেটিও একটি থ্রিলার ছিল। এক জনপ্রিয় অভিনেত্রীর উধাও হয়ে যাওয়া থেকে, তাঁর জীবনী, পরিবার সহ নানা দিক উঠে এসেছিল গল্পে।