অপারেশন থিয়েটারে প্রবেশ করলেই প্রথম চোখে পড়ে সার্জনের সবুজ বা নীল গাউন। লাল, হলুদ বা সাদা রঙ খুব কমই দেখা যায়, কারণ এগুলো চোখে বাড়তি চাপ তৈরি করে। সবুজ–নীল রঙ দৃষ্টিকে আরাম দেয়।
2
6
সার্জনরা দীর্ঘ সময় ধরে লাল রঙ—মূলত রক্ত—দেখেন। একটানা লাল দেখলে রেটিনার ক্লান্তি হয়। তখন সাদা বা ফ্যাকাসে রঙের দিকে তাকালে চোখে সবুজাভ ‘আফটার ইমেজ’ দেখা দিতে পারে।
3
6
আগে সাদা কোট পরে অপারেশন করা হতো। কিন্তু রক্তের দিকে দীর্ঘক্ষণ তাকানোর পর সাদা দেওয়াল বা গাউন সবুজাভ লাগত, মাথা ঘোরা এবং দৃষ্টি বিভ্রাট তৈরি হতো। ১৯১৪–২০ সালের মধ্যে এর ফলে নানা ভুল হওয়ার ঘটনা ঘটে।
4
6
রঙের চক্রে লালের পরিপূরক রঙ হলো সবুজ–নীল। তাই লাল রঙ এই পটভূমিতে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। সাদা বা হলুদে রক্ত মিশে যায়, কিন্তু সবুজ–নীলে ক্ষুদ্র রক্তপাতও সহজে ধরা পড়ে।
5
6
৮–১০ ঘণ্টা ধরে অপারেশন করতে হয় বলে চোখে চাপ না দেওয়া খুব জরুরি। সবুজ ও নীল ঠান্ডা রঙ হিসেবে চোখকে আরাম দেয়, স্ট্রেস কমায় এবং মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। NASA-ও দীর্ঘ সময় কাজের পরিবেশে এই রঙ ব্যবহার করে।
6
6
আজকাল হাসপাতালগুলোতে বিভাগভেদে আলাদা রঙের গাউন ব্যবহার করা হয়। সাধারণ সার্জনরা সবুজ, নিউরোসার্জনরা নীল, আর শিশু সার্জনরা হালকা নীল বা গোলাপি গাউন পরেন। এতে কাজের সুবিধা ও পরিচয়ে স্বচ্ছতা বাড়ে।