আজকাল ওয়েবডেস্ক: দুর্গাপুজোর আগেই শহর কলকাতাকে নতুন উপহার। একটি চার তারা হোটেল উপহার পেল কলকাতা।

 বিলাসবহুল আতিথেয়তার এক নতুন ল্যান্ডমার্কের সূচনা করল স্যুট বাই ও২। বিমানবন্দরের ঠিক পাশেই এই ফোর স্টার হোটেলে রয়েছে ৭৫,০০০ বর্গফুট জুড়ে ১১০টি আকর্ষনীয় ডিজাইনের ঘর। যা হোটেলে আসা অতিথিদের কাছে স্নিগদ্ধতা এবং আরামের নয়া দিগন্ত হয়ে উঠবে।

হোটেলের উদ্বোধন করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তাপস চ্যাটার্জি,  কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, স্যুট বাই ও২-এর এমডি অনিল লোহারুকা,  হোটেলের ডিরেক্টর আনিশা লোহারুকা, সৃজা লোহারুকা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব।

 দুর্গাপুজোর আগে শুধু হোটেল উদ্বোধনই নয়, আরও চমক দিয়েছেন কর্তৃপক্ষ।

একইসঙ্গে প্রকাশ্যে আনা হয়েছে দুর্গাপুজো উপলক্ষে স্পেশাল ঐতিহ্যবাহী খাবারের মেনু। এই স্পেশাল মেনু পুরোটাই বাহালিয়ানায় ভরপুর।

স্যুট বাই ও২ –এর ম্যানেজিং ডিরেক্টরের কথায়, হোটেলে আসা অভ্যাগতদের বিলাসিতা এবং আতিথেয়তার বিষয়টির সঙ্গে কোনরকম আপস করা হবে না। হোটেলকে সেরা গন্তব্য করতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

পাশাপাশি হোটেলের অন্দরসজ্জা, বহিরসজ্জা, অবসর যাপনের নজরকাড়া বন্দোবস্ত এবং বিমানবন্দরের ভিউ অতিথিদের কাছে স্যুট বাই ও২-কে আরও গ্রহনযোগ্য করতে তুলবে। 

অতিথিদের মনোরঞ্জনের জন্য এই ফোর স্টার হোটেলের সুব্যবস্থাপনা এবং অত্যাধুনিক প্রযুক্তিগত সজ্জায় উচ্ছ্বসিত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।  

 

গ্রাহকদের আপায়নে কোনও ত্রুটিই রাখেনি স্যটু বাই ও২। বিলাসবহুল রুম, সুইমিংপুল, জিম সেন্টারের পাশাপাশি হোটেলে রয়েছে মাল্টি-কুইজিন রেস্তোরাঁ, ক্যাফে, পাব, একটি অসাধারণ রুফটপ পুল বার, স্পা।

রয়েছে তিনটি অত্যাধুনিক ব্যাঙ্কোয়েটও।

সব মিলিয়ে শহর কলকাতা আপনার জন্য বিলাসিতার নতুন ঠিকানা হতেই পারে স্যুট বাই ও২।