আজকাল ওয়েবডেস্ক: ভরসন্ধ্যায় রক্তারক্তি কাণ্ড কলকাতার জোড়াবাগান এলাকায়। পিছন থেকে এসে অতর্কিতে আক্রমণ করা হল এক ব্যক্তিকে। প্রকাশ্য রাস্তায় এই ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি নতুন বাজার এলাকার। আহত ওই যুবকের নাম অমিত সোনগার ওরফে খরগোশ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখতে উপস্থিত হয়েছে পুলিশবাহিনী।
জানা গিয়েছে, ওই ব্যক্তির হাত ও পায়ে আঘাত লেগেছে। অভিযোগের তির অমিতেরই আত্মীয়ের বিরুদ্ধে। রবিবার সন্ধ্যায় দাঁড়িয়েছিলেন, অমিত। হঠাৎই পিছন থেকে এসে আক্রমণ চালায় অমিতের আত্মীয় উত্তম সোনকার। দু'জনের মধ্যে হাতাহাতি হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়েরা।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, পুরোনো ঝামেলা ছিল দু'জনের মধ্যে। অমিতের পরিবারের সদস্যরা জোড়াবাগানের নতুন বাজার এলাকায় থাকেন। অমিত হাওড়ায় ফ্ল্যাটে থাকেন মা আর স্ত্রীকে সঙ্গে নিয়ে। শনিবার অমিতের সন্তান হয়েছে। সেই উপলক্ষ্যে নিজের পুরোনো এলাকায় যান অমিত। তখনই তাঁর ওপর হামলা চালায় আততায়ী।
উত্তম একা ছিলেন না, সঙ্গে ছিলেন আরও কয়েকজন। এই ঘটনায় উত্তমও আহত হয়েছে বলে জানা গিয়েছে। মূল অভিযুক্ত এবং তার সঙ্গীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
