আজকাল ওয়েবডেস্ক: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের স্পেশালিস্ট ক্যাডার অফিসার রিক্রুটমেন্ট ২০২৫ বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ সংশোধনী করেছে। এই সংশোধনী অনুযায়ী শূন্যপদের সংখ্যা বাড়ানো হয়েছে এবং অনলাইন আবেদনের শেষ তারিখও বাড়ানো হয়েছে। ফলে চাকরিপ্রার্থীদের জন্য নতুন করে সুযোগ তৈরি হয়েছে।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীরা এখন ২ ডিসেম্বর ২০২৫ থেকে ১০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি জমা দিতে পারবেন। এর আগে আবেদনের শেষ তারিখ ছিল ২৩ ডিসেম্বর ২০২৫। সময়সীমা বাড়ানোয় এখনও যারা আবেদন করতে পারেননি, তাঁদের জন্য এটি বড় স্বস্তি।
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে শূন্যপদের সংখ্যায়। এসবিআই জানিয়েছে, নিয়মিত শূন্যপদের মোট সংখ্যা ৯৯৬ থেকে বাড়িয়ে ১,১৪৬ করা হয়েছে। এই বাড়তি শূন্যপদগুলি মূলত ওয়েলথ ম্যানেজমেন্ট ভার্টিক্যালের অধীনে বিভিন্ন পদে যুক্ত হয়েছে।
সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভিত্তিক নিয়মিত শূন্যপদের বিবরণ হল—
ভাইস প্রেসিডেন্ট বা সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার: ৫৮২টি পদ
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বা রিলেশনশিপ ম্যানেজার: ২৩৭টি পদ
কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ: ৩২৭টি পদ
ব্যাঙ্ক আরও জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট ওয়েলথ এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ওয়েলথ পদের ক্ষেত্রে আগের মতোই ব্যাকলগ শূন্যপদ বহাল থাকবে। তবে কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ পদের জন্য আগে ঘোষিত ব্যাকলগ শূন্যপদ বাতিল করা হয়েছে।
এসবিআই স্পষ্ট করেছে যে এই নিয়োগ প্রক্রিয়া চুক্তিভিত্তিক হবে। নির্বাচনের জন্য একাধিক ধাপ থাকবে। প্রথমে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে। শুধুমাত্র ন্যূনতম যোগ্যতা পূরণ করলেই ইন্টারভিউয়ের ডাক পাওয়া যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। শর্টলিস্টিংয়ের মানদণ্ড নির্ধারণ করবে ব্যাঙ্ক নিজেই এবং এবিষয়ে এসবিআইয়ের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
শর্টলিস্ট হওয়া প্রার্থীদের এক বা একাধিক রাউন্ডের ইন্টারভিউ দিতে হতে পারে। ইন্টারভিউ হতে পারে ব্যক্তিগত, টেলিফোনিক অথবা ভিডিও কলের মাধ্যমে। ইন্টারভিউ মোট ১০০ নম্বরের হবে এবং যোগ্যতার কাট-অফ নম্বর ব্যাঙ্ক নির্ধারণ করবে।
ইন্টারভিউয়ের সময় বা তারপর পৃথকভাবে বেতন সংক্রান্ত আলোচনা হবে। চূড়ান্ত মেরিট লিস্ট তৈরি হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। কাট-অফে সমান নম্বর হলে বয়সে যিনি বেশি, তাঁকে উপরের স্থানে রাখা হবে।
এসবিআই জানিয়েছে, শূন্যপদ ও সময়সীমা ছাড়া বাকি সব যোগ্যতা, শর্ত এবং নির্বাচনী প্রক্রিয়া আগের বিজ্ঞপ্তি অনুযায়ী অপরিবর্তিত থাকবে।
