আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড করেছিলেন বৈভব সূর্যবংশী। এবার ইতিহাস রচনা করলেন ১৪ বছরের কিশোর। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হল তাঁর। শনিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে সঞ্জু স্যামসনের জায়গায় সুযোগ পেলেন বৈভব। ২০০৮ সালে যখন আইপিএল শুরু হয়, তখনও জন্ম হয়নি তাঁর। ২০১১ সালে জন্মান। এই পরিসংখ্যানেও রেকর্ড বৈভবের। লখনউয়ের বিরুদ্ধে বুকের পাঁজরে চোট পান সঞ্জু। তাঁর জায়গায় দলে এলেন সূর্যবংশী। টসের পর রাজস্থানের অস্থায়ী অধিনায়ক রিয়ান পরাগ জানান, ইম্প্যাক্ট সাবস্টিটিউট হিসেবে রাখা হয়েছে বৈভবকে। খেলার সম্ভাবনাও প্রবল।
রিয়ান পরাগ বলেন, 'আমরা বল করার কথা ভেবেছিলাম। বেশ গরম রয়েছে। তবে আশা করছি আগেরবারের থেকে ভাল হবে। বৈভব দলে এসেছে।' গতবছর মেগা নিলামে তাঁকে ১.১ কোটিতে রাজস্থান রয়্যালস কেনামাত্র রেকর্ড করেন বিহারের তরুণ। মাত্র ১৩ বছর বয়সে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পান। তাঁর নামের পাশে রয়েছে ট্রিপল সেঞ্চুরি। বিহারে অনূর্ধ্ব-১৯ রন্ধির বর্মা টুর্নামেন্টে অপরাজিত ৩৩২ রান করেন বৈভব। পাঁচটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন। রান ১০০। গড় ১০.০০। স্ট্রাইক রেট ৬৩.২৯। এবার আইপিএলের মেগা মঞ্চে ব্যাট হাতে নামার অপেক্ষা।
