বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সম্পর্কে মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মৃত্যুর গুজব। মুহূর্তের মধ্যেই ভক্তদের মধ্যে ছড়ায় আতঙ্ক। তবে কিছুক্ষণের মধ্যেই স্ত্রী হেমা মালিনী ও কন্যা ইশা দেওল জানিয়ে দেন, “ধর্মেন্দ্র একদম ভাল আছেন, সুস্থ রয়েছেন।” এই আশ্বাসে স্বস্তি ফিরে আসে অনুরাগীদের মধ্যে।
2
9
বলিউডের বাস্তবের সব প্রেমের গল্পের মধ্যে অন্যতম ধর্মেন্দ্র ও হেমা মালিনীর সম্পর্ক। শুটিং ফ্লোরে থেকেই জন্ম নেয় তাঁদের প্রেম, যা শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় এক ঐতিহাসিক দাম্পত্যে, যদিও সেটির শুরু ছিল বিতর্কে ঘেরা।
3
9
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর, পাঞ্জাবের লুধিয়ানা জেলার নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। তাঁর আসল নাম ধর্ম সিং দেওল। পিতা কেওয়াল কিশন সিং দেওল ছিলেন সরকারি স্কুলের হেডমাস্টার, মা সতবন্ত কৌর ছিলেন গভীর ধর্মবিশ্বাসী।
4
9
মাত্র ১৯ বছর বয়সে ধর্মেন্দ্র বিয়ে করেন প্রকাশ কৌরকে। তাঁদের চার সন্তান- সানি, ববি, বিজেতা ও অজিতা। সানি দেওল ও ববি দেওল দু’জনেই বলিউডে জনপ্রিয় অভিনেতা।
5
9
সানি দেওলের দুই ছেলে- করণ ও রাজবীর। ববি দেওলের দুই ছেলে- আর্যমান ও ধর্ম। করণ দেওল সম্প্রতি দিশা আচার্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
6
9
প্রকাশ কৌরের দুই কন্যা বিজেতা ও অজিতা বরাবরই ছিলেন গ্ল্যামার জগতের বাইরে। অজিতা এখন ক্যালিফোর্নিয়ায় থাকেন স্বামী কিরণ চৌধুরীর সঙ্গে; তিনি পেশায় দন্তচিকিৎসক। তাঁদের দুই মেয়ে নিকিতা ও প্রিয়াঙ্কা। বিজেতা দিল্লিতে থাকেন স্বামী বিবেক গিলের সঙ্গে, তাঁদের দুই সন্তান সাহিল ও প্রেরণা।
7
9
অন্যদিকে, হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্রর প্রেম ও পরবর্তী বিয়ে ছিল বলিউডের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলির একটি। বলা হয়, প্রথম স্ত্রীকে তালাক না দিয়েই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে হেমাকে বিয়ে করেন। যদিও ২০০৪ সালে এই খবরকে “সম্পূর্ণ গুজব” বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা নিজে।
8
9
ধর্মেন্দ্র ও হেমা মালিনীর দুই কন্যা- ইশা দেওল ও আহানা দেওল। ইশা বিবাহিত ছিলেন ব্যবসায়ী ভরত তখতানির সঙ্গে, তাঁদের দুই কন্যা রয়েছে। আহানা বিবাহিত বৈভব ভোহরার সঙ্গে, তাঁদের তিন সন্তান — দুই যমজ কন্যা ও এক পুত্র।
9
9
আজ তাঁর উত্তরাধিকারে রয়েছে এক বিশাল দেওল পরিবার! দুই স্ত্রী, ছয় সন্তান, তেরো নাতি-নাতনি এবং প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে থাকা এক অনন্ত গৌরবের উত্তরাধিকার।