সোমবার সন্ধে ৬টা ৫২ মিনিট নাগাদ, লালকেল্লার কাছে নেতাজি সুভাষ মার্গে একটি ট্র্যাফিক সিগন্যালে একটি সাদা হুন্ডাই আই২০ দাঁড়িয়ে ছিল।
2
11
সিগন্যালটির একদিকে লালকেল্লা, অন্যদিকে চাঁদনি চক।
3
11
হঠাৎই গাড়িটিতে একটি শক্তিশালী বিস্ফোরণে হয় এবং আশেপাশের আরও কয়েকটি আগুন ধরে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর তাঁরা একটি ‘বিশাল আগুনের গোলা’ দেখতে পেয়েছেন।
4
11
বিস্ফোরণের পর দিল্লি পুলিশ HR26CE7674 নম্বরের আই২০ গাড়িটির মালিকানার রেকর্ড খুঁজে বার করে।
5
11
সলমন নামের এক ব্যক্তির গাড়ি বলে জানা যায়। পুলিশ সলমনকে জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় যে সে গত মার্চে দেবেন্দ্র নামে একজনের কাছে গাড়িটি বিক্রি করে দিয়েছিল।
6
11
পরে, এটি হাত বদল করে আমিরের কাছে চলে যায়। আমির এটি তারিকের কাছে হস্তান্তর করে। তারিকের কাছ থেকে, গাড়িটি ডা. উমর মহম্মদের কাছে চলে যায়।
7
11
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নজরে উমর। কে এই উমর নবি?
8
11
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সোমবার অর্থাৎ গতকাল রাতে উমরই ছিলেন লালকেল্লার কাছে, গাড়ির চালক হিসেবে।
9
11
উমর নবি। জন্ম-১৯৮৯ সালের ২৪শে ফেব্রুয়ারি তাঁর মা শামীমা বানু জম্মু ও কাশ্মীরের পুলওয়ামার কোয়েলের বাসিন্দা।
10
11
তথ্য, উমরের বাবা, একজন সরকারি স্কুল শিক্ষক, তাঁর দুই ভাই এবং এক বোন রয়েছে।
11
11
উমর শ্রীনগরের সরকারি মেডিকেল কলেজ থেকে মেডিসিনে এমডি সম্পন্ন করেন এবং জিএমসি অনন্তনাগে সিনিয়র রেসিডেন্ট হিসেবে কাজ করেন।