বলিউডে শুরু হতে চলেছে এক নতুন শিল্পযাত্রা। কিংবদন্তি চিত্রশিল্পী অমৃতা শেরগিলের জীবনের ওপর ভিত্তি করে পরিচালক মীরা নায়ার তৈরি করছেন এক মহাকাব্যিক বায়োপিক। ছবির কাজের নাম আপাতত ‘অম্রি’। খবর, এই ছবিতে বিশেষ একটি  অতিথি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী তাব্বুকে। যদি এই খবর সত্যি হয়, তবে ‘দ্য নেমসেক’ ও ‘আ স্যুটেবল বয়’-এর পর এটাই হবে নায়ার ও  তাব্বু জুটির তৃতীয় কাজ।

 

‘অম্রি’ প্রকল্পটি মীরা নায়ারের বহুদিনের স্বপ্ন। সূত্রের খবর, ২০২০ সালে ‘আ স্যুটেবল বয়’ মুক্তির পর থেকেই তিনি এই ছবিটি করার পরিকল্পনা করেন। চার বছর ধরে তিনি প্রযোজকদের রাজি করানোর চেষ্টা চালান, অবশেষে বড় মাপের এই পিরিয়ড ড্রামাটি সবুজ সংকেত পেয়েছে। ছবিটি ১৯১৫ থেকে ১৯৪১ পর্যন্ত অমৃতার জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরবে। ভারত, হাঙ্গেরি এবং ফ্রান্স-তিনটি দেশেই চলবে ছবির শুটিং।

 

এখনও পর্যন্ত ছবির মুখ্য চরিত্রের নাম ঘোষণা করা হয়নি। তবে জানা গিয়েছে, ছবিটিতে বলিউডের প্রায় ১৫ জন অভিনেতা অভিনয় করবেন। অভিনেত্রী তানিয়া মানিকতলা ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে নন, ফলে প্রধান ভূমিকায় কে থাকছেন তা নিয়ে রহস্য আরও গভীর হয়েছে। মার্চ ২০২৬-এ শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে, আর ডিসেম্বরের মধ্যেই প্রকাশ পাবে চূড়ান্ত কাস্ট লিস্ট।

 

তাব্বুর নাম জড়ানোয় ছবিটি নিয়ে উৎসাহ আরও বেড়েছে। কারণ এই অভিনেত্রী যেমন বাণিজ্যিক সাফল্য ধরে রেখেছেন, তেমনি জটিল, সংবেদনশীল চরিত্রেও তিনি অতুলনীয়। ‘ভুল ভুলাইয়া ২’, ‘আউরোঁ মেঁ কহাঁ দম থা’ কিংবা ‘দৃশ্যম ২’, প্রতিটি ছবিতেই তিনি প্রমাণ করেছেন অভিনেত্রী হিসেবে তাঁর বহুমুখিতা।

 

তরুণ বয়সে দেব আনন্দের ‘হাম নওজওয়ান’ (১৯৮৫)-এ ছোট ভূমিকায় কাজ শুরু করে তবু দ্রুতই উঠে আসেন আলোচনায়। ‘মাচিস’ (১৯৯৬)-এ তাঁর অনবদ্য অভিনয় এনে দেয় জাতীয় পুরস্কার। এরপর ‘চাঁদনি বার’, ‘হু তু তু’, ‘অস্তিত্ব’, ‘মকবুল’, ‘হেয়দর’-প্রতিটি ছবিতেই তিনি দেখিয়েছেন গভীরতার দাপট। আন্তর্জাতিকভাবে খ্যাতিও পান ‘দ্য নেমসেক’ ও ‘লাইফ অফ পাই’-এর মাধ্যমে।

আজও তিনি সমানভাবে জনপ্রিয়  ‘অন্ধাধুন’, ‘ক্রু’ বা ‘ভুল ভুলাইয়া ২’ তাঁর কেরিয়ারের বাণিজ্যিক হিট প্রমাণ করেছে। এবার দেখা যাক, মীরা নায়ারের শিল্পদৃষ্টি আর তাব্বুর সংবেদনশীলতা একসঙ্গে ‘অম্রি’-তে কীভাবে অমৃতার রঙিন জীবনকে বড় পর্দায় ফুটিয়ে তোলে।