আজকাল ওয়েবডেস্ক: মদে নেশা হয়, একথা সকলের জানা। কিন্তু সকলের মধ্যে কি কাজ করে অ্যালকোহলের প্রতিক্রিয়া? অর্থাৎ মদ খেলেই নেশা হয় কি? সমীক্ষা তেমনটাই বলছে। বলছে, এমন প্রাণী রয়েছে, অ্যালকোহলের প্রভাব পড়ে না তাদের উপর।
বিজ্ঞানীরা বলছেন, একথা সকলের জানা, মানুষের শরীর এবং মনের উপর বড় প্রভাব ফেলে মদ। অনেক প্রাণীও এর নেশায় আচ্ছন্ন হয়। যাদের মধ্যে অন্যতম বাঁদর। কিন্তু এমন প্রাণীও রয়েছে, তাদের যত পরিমাণ মদ দেওয়া হোক না কেন, তাদের উপর কোনও প্রভাব পড়ে না। আচ্ছন্ন হয় না তারা। কোন প্রাণী তা?
সমীক্ষা বলছে ওরিয়েন্টাল হর্নেট এক প্রাণী, অ্যালকোহল যাদের উপর কোনও রকম প্রভাব ফেলতে পারে না। তাদের খাবারের তালিকায় থাকা ফুল, ফল, মধুর মধ্যেও কিন্তু থাকে ইথানল, যা তাদের শরীরে প্রবেশ করে। কিন্তু তাদের উপর কোনও প্রভাব পড়ে না। ইথানলের প্রভাব পরীক্ষা করার জন্য ইজরায়েলের তেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পরীক্ষা করেন। তাদের ৮০ শতাংশ ইথানল যুক্ত দ্রবণ খাওয়ানোর পরেও, কোনও প্রভাব পড়েনি। কিন্তু কেন পড়ে না প্রভাব?
গবেষকরা মনে করেন যে, ওরিয়েন্টাল হর্নেটে অ্যালকোহল ডিহাইড্রোজেনেস জিনের একাধিক কপি থাকার কারণে এটি হতে পারে, যা অ্যালকোহলকে ভেঙে দেয় এমন একটি এনজাইম তৈরি করে।ফলে পিপে পিপে মদ খেলেও, নেশা হয় না তাদের। এটি দক্ষিণ-পশ্চিম এশিয়া , উত্তর-পূর্ব আফ্রিকা, মাদাগাস্কার দ্বীপে, মধ্য প্রাচ্য-মধ্য এশিয়ার কিছু জায়গায় এই প্রাণীকে দেখতে পাওয়া যায়।
