আজকাল ওয়েবডেস্ক: অফিসে দেরিতে আসার জন্য বসের বকাঝকা কমবেশি সকলকেই শুনতে হয়। কিন্তু সময়ের আগেভাগে পৌঁছনোর জন্য কড়া শাস্তির কথা আগে কখনও শুনেছেন কি? শাস্তিই শুধু নয়, সময়ের আগেভাগে অফিসে আসার জন্য এক মহিলা কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করল অফিস। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে স্পেনে। ২২ বছর বয়সি এক তরুণী নির্ধারিত সময়ের ৪০ মিনিট আগে অফিসে পৌঁছতেন। তাও আবার রোজ। অফিস শুরু হত সাড়ে সাতটা থেকে। এদিকে রোজ পৌনে সাতটা থেকে সাতটার মধ্যে অফিসে পৌঁছতেন ওই তরুণী। ২০২৩ সাল থেকে তরুণীর এহেন কীর্তি নিয়ে অফিসে ঝামেলা শুরু হয়। 

জানা গেছে, অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বস একাধিকবার তরুণীকে সময় মেনে অফিসে প্রবেশ করার কথা বলেছিলেন। যে সময় অফিস শুরু হয়, তার আগে আসতে নিষেধ করেছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে, দিনের পর দিন ৪০ মিনিট আগেই অফিসে পৌঁছে যেতেন তিনি। 

ওই অফিসের ম্যানেজার জানিয়েছেন, সময়ের আগে অফিসে আসলেও, কোনও কাজ করতেন না তিনি। কারণ, তখন অফিসে কোনও কাজ থাকে না। সময়ের আগেভাগে পৌঁছে কোনও লাভ হত না‌। তাও ওই কর্মী নির্দেশ অমান্য করে আগেভাগেই চলে আসতেন অফিসে। কয়েক মাস সতর্ক করার পর, অবশেষে তরুণীকে বরখাস্ত করে ওই অফিস। 

তরুণী এরপর মামলা রুজু করে আদালতে বিষয়টি পেশ করেন। তাঁর দাবি, কোনও নিয়ম না মেনে অফিস তাঁকে বরখাস্ত করেছে। এদিকে বিচারপতির পর্যবেক্ষণ, অফিসের একাধিক নির্দেশ, চিঠি মারফত সতর্কতার পরেও তা অমান্য করেন তরুণী। তাড়াতাড়ি না আসার নির্দেশ দেওয়ার পরেও, আরও ১৯ দিন একই কাজ করেন তিনি। এমনকী অফিসে পৌঁছনোর আগেই অ্যাপের মাধ্যমে লগ ইন করার চেষ্টা করতেন। 

তরণীর সহকর্মীরা জানিয়েছেন, তিনি অফিসের আরও একাধিক নিয়ম ভেঙেছেন। অফিসকে না জানিয়ে, অফিসের গাড়ির ব্যবহৃত ব্যাটারি বিক্রি করে দিয়েছিলেন। বিচারপতি জানিয়েছেন, সময়ের মধ্যে বা খানিকক্ষণ আগে অফিসে পৌঁছনো দোষের নয়। কিন্তু বারবার অফিসের নিয়ম ভঙ্গ করার অন্যায়। 

ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ছড়িয়েছে। একাংশের বক্তব্য, অফিসে সময়ের আগেভাগে পৌঁছনো দোষের নয়। এমনকী তা ঘিরে অফিসের বস আপত্তিও তুলতে পারেন না। কয়েকজনের বক্তব্য, প্রতিটি অফিসে একগুচ্ছ নিয়ম থাকে। সতর্ক করার পরেও একাধিকবার নিয়ম ভাঙলে, অফিস কড়া পদক্ষেপ করতেই পারে।