আজকাল ওয়েবডেস্ক: সব দেশের স্কুল এবং কলেজে ইউনিফর্ম সামঞ্জস্য এবং শৃঙ্খলার প্রতীক। কিন্তু জাপানে এই ধারণা সম্পূর্ণ উল্টো! জাপানের স্কুল ইউনিফর্ম স্টাইল এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ধারণা বহন করে।
যে কোনও জাপানি স্কুলের পাশ দিয়ে হেঁটে গেলেই দেখতে পাবেন মেয়েরা পপ কালচার ফ্যাশন অনুকরণ করছে। তাঁরা পরে রয়েছে একটি ছোট, প্লিটেড স্কার্ট। রোদ হোক বা ঠান্ডা বাইরের আবহাওয়া যেমনই হোক না কেন মেয়েরা মিনিস্কার্ট পরবেই।
জাপানে কয়েক দশক ধরে প্রচলিত ছোট এবং মিনি স্কার্ট পরার সংস্কৃতি। ১৯৯০ সালে জাপানি পপ গায়িকা নামি আমুরো তাঁর গানের জন্য খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর ফ্যাশন জ্ঞানও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল। যার মধ্যে ছিল মিনিস্কার্ট। শীঘ্রই সেই মিনিস্কার্ট কিশোরীদের আকর্ষণ করতে শুরু করে। যার মধ্যে স্কুলছাত্রীরাও ছিল। ক্রমে তাঁরা স্কুলের পোশাকেও সেই ধারা নিয়ে চলে আসেন। বর্তমানে স্কুলের পোশাকে একাত্ম হয়ে মিশে গিয়েছে সেই ফ্যাশন ট্রেন্ড।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কিশোরী স্কুলের মেয়েরা এই ট্রেন্ড অনুসরণ করতে শুরু করে কারণ এর ফলে তারা আরও সুন্দর এবং স্টাইলিশ বোধ করত। ফ্যাশন অনুপ্রেরণা হিসেবে যা শুরু হয়েছিল তা ধীরে ধীরে তাদের আত্মবিশ্বাস এবং পরিচয়ের বিষয় হয়ে ওঠে।
জাপানেরে কিশোরীরা এই স্কার্টের প্রতি এতটাই আসক্ত যে শীত-গ্রীষ্ম-বর্ষা যে কোনও আবহাওয়াতেই মিনিস্কার্ট পরতে তারা স্বাচ্ছ্যন্দ। শীতকালে স্কার্ফ এবং জ্যাকেট পরলেও স্কার্টের দৈর্ঘ্যে কোনও পরিবর্তন হয় না।
অনেক অ্যানিমে, নাটক এবং কে-পপ-অনুপ্রাণিত ভিডিও এবং আন্তর্জাতিক চলচ্চিত্র এই পোশাকের ধারা লক্ষ্য করা যায়। এই ট্রেন্ডটি বর্তমানে কেবল একটি পোশাক নয় বরং জাপানি যুব সংস্কৃতির একটি বিশ্বব্যাপী প্রতীক।
