আজকাল ওয়েবডেস্ক: অনেকেই বিদেশে ঘুরতে যান কিংবা কাজের সূত্রে নিয়মিত বিমানযাত্রা করে থাকেন। তবে কি জানেন বিমান বন্দরে আপনার ল্যাগেজ নিয়ে কী করা হয়?
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও দেখলে বুঝতে পারবেন, ঠিক কী করা হয় বিমানের যাত্রীদের ল্যাগেজগুলির সঙ্গে। ভিডিওটিতে বেশ কয়েকটি দেশের বিমানবন্দরের কর্মীরা যাত্রীদের ল্যাগেজগুলিকে অযত্ন করতে দেখা যাচ্ছে । চেক ইনের সময় যাত্রীদের ল্যাগেজগুলিকে এমনভাবে ছুঁড়ে দেওয়া হচ্ছে যেন মনে হবে খেলার বল। স্বস্থির বিষয় হল,এই দৃশ্য শুধুমাত্র কয়েকটা দেশের। এই তালিকায় রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া মতো বড় দেশগুলির নাম। ইতালিতে যদিও হাল কিছুটা ভাল। অবশ্যই কিছু এমনও দেশ আছে যেখানে খুব যত্নসহকারে ল্যাগেজগুলিকে বিমানে তুলে দেওয়া হয়। ভাইরাল ভিডিও অনুসারে জাপান এবং চিনে একদমই তার উল্টোটা ঘটে। চিনে তো রীতিমতো বিমানে ওঠা যাত্রীদের ল্যাগেজগুলিকে মুছে দেওয়া হয়। যাতে সেগুলি চকচক করে। এর ওপর ভিত্তি করে ভিডিওতে দেওয়া হয়েছে রেটিংও। স্বাভাবিকভাবেই জাপান এবং চিনে দশে দশ রেটিং নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে ইতালি এবং অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছে এক, দুই নম্বর মাত্র।
ভিডিওটি কমেন্টে নেটিজেনরা তাঁদের অভিজ্ঞতা জানিয়েছে। অনেককে সহমত জানাতেও দেখা গিয়েছে।
